রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সায়েন্সের প্রশ্ন যা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট।
১. কোশের মস্তিষ্ক কাকে বলে ?
মাইটোকন্ড্রিয়া
ক্লোরোপ্লাস্ট
নিউক্লিয়াস✅
সেন্ট্রিওল
২. DNA-র ক্ষুদ্রতম একক-
ক্রোমোজোম
অটোজোম
অ্যালোজোম
জিন✅
৩. যে দশায় কোশচক্র থেমে যায় তাকে বলে-
M দশা
G0 দশা✅
S দশা
G1 দশা
৪. টেরাটোমা কী ?
স্নায়ুকোশের ক্যানসার
WBC-র ক্যানসার
ভ্রুণকলার ক্যানসার✅
লসিকাবাহের ক্যানসার
৫. ব্যাকটেরিয়ার কোশ বিভাজন পদ্ধতিটি হল-
মিয়োসিস
মাইটোসিস
অ্যামাইটোসিস✅
কোনটিয় নয়
৬. সিস্টার ক্রোমাটিডগুলি কোন দশায় বিচ্ছিন্ন হয় ?
প্রোফেজ
মেটাফেজ
অ্যানাফেজ✅
টেলোফেজ
৭. HIV তে কোন ধরণের নিউক্লিক অ্যাসিড বর্তমান ?
DNA
RNA✅
DNA & RNA উভয়
কোনটিয় নয়
৮. ই.কোলাই ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে ?
B6
B12✅
A
C
৯. সালোকসংশ্লেষ ভালো হয় কোন তাপমাত্রায় ?
20°-25° C
25°-39° C
40°-45° C✅
45°-50° C
১০. আমাদের ফুসফুসের একক হল-
ফুলকা
ত্বক
শ্বাসনালি
বায়ুথলি✅
১১. মানুষের মস্তিষ্কের আবরণীকে বলে-
প্লুরা
মেনিনজেস✅
অ্যাক্সোলেমা
কোনটিয় নয়
১২. রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থানকে বলা হয় ?
অন্ধ বিন্দু✅
পীত বিন্দু
ফোবিয়া
ক্ষয়িষ্ণু বিন্দু
১৩. বৃক্কের একক কি ?
নিউরোন
নেফ্রন✅
সবুজ গ্রন্থি
শিখা কোশ
১৪ . পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে -
হাইপোথ্যালামাস✅
গ্রোথ হরমোন
ACTH
থাইরয়েড
১৫. কোন রোগকে রাজরোগ বলে ?
মায়োকার্ডাইটিস
অ্যালবাইনিজম
হিমোফিলিয়া✅
থ্যালাসেমিয়া
১৬.অস্টিওম্যালেশিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
ভিটামিন C
ভিটামিন D✅
ভিটামিন K
কোনটিয় নয়
১৭. নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় -
জাইগোট✅
স্পোর
জাইগোস্পোর
শুক্রাণু
১৮. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কী ?
TT✅
Tt
tt
কোনটিয় নয়
১৯. গোবর গ্যাসে নীচের কোনটি বর্তমান ?
ইথেন
হাইড্রোজেন
প্রোপেন
মিথেন✅
২০. নীচের কোনটি বহুরূপের প্রজাতি ?
গিরগিটি✅
মাকড়সা
গোরিলা
পিপীলিকা
২১.আলোকবর্ষ কিসের একক ?
গতিবেগ
সময়
দৈর্ঘ✅
আলোর প্রাবল্য
২২. একক সময়ে বস্তুর সরণকে বলে -
ত্বরণ
দ্রুতি
বেগ✅
মন্দন
২৩. পরদের হিমাঙ্ক কত ?
-40°C
-39°C✅
0° C
100° C
২৪. নিয়মিত প্রতিফলনে-
বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়✅
বস্তু দৃশ্যমান হয়
বস্তুকে স্বচ্ছ দেখায়
কোনটিয় নয়
২৫. চৌম্বক আবেশ হয় আকর্ষণের-
পূর্বে ✅
পরে
একই সঙ্গে
যে কোনো সময়
২৬. ওহমের সূত্রের V - I লেখটি-
সর্বদাই মূল বিন্দুগামী হবে✅
কখনোই মূল বিন্দুগামী হবে না
পরীক্ষায় প্রাপ্ত মানের উপর নির্ভর করে
বলা সম্ভব নয়
২৭. শব্দ হল-
অনুদৈর্ঘ্য তরঙ্গ ✅
তির্যক তরঙ্গ
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
কোনটিয় নয়
২৮. পরম শূন্য উষ্ণতা হল-
0°C
-273°C✅
273°C
100°C
২৯. পরমাণুর মধ্যে ধনাত্মক কণাটি হল-
প্রোটন✅
নিউট্রন
ইলেকট্রন
কোনটিয় নয়
৩০. সালফার যে দ্রাবকে দ্রবীভূত হয় সেটি হল-
কার্বন টেটক্লোরাইড
ক্যালসিয়াম ক্লোরাইড
কার্বন ডাইসালফাইড✅
ফেরিক ক্লোরাইড
৩১.বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা -
১২
১৩
১৪✅
১৬
৩২.অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয়-
লাল✅
হলুদ
নীল
কমলা
৩৩. অক্সিজেনের আইসোটোপ সংখ্যা -
২
৩ ✅
৪
৫
৩৪. ভারী জলের সংকেত -
H2O
D2O✅
T2O
কোনটিয় নয়
৩৫. ইঁদুর মারার বিষ প্রস্তুতিতে ব্যবহৃত হয়-
ফসফরাস✅
সোডিয়াম
ফসফিন
নাইট্রোজেন
৩৬. কাপড় কাচা সোডা কী ধরণের যৌগ ?
ক্ষারক
ক্ষারকীয় লবণ
প্রশম লবণ✅
আম্লিক লবণ
৩৭. ক্যালমাইন কোন ধাতুর আকরিক ?
জিংক✅
আয়রন
কপার
অ্যালুমিনিয়াম
৩৮. মরচে আসলে কী ?
ফেরিক অক্সাইড
সোদক ফেরিক অক্সাইড✅
ফেরাস অক্সাইড
ফেরোসোফেরিক অক্সাইড
৩৯. ইউরিয়া পাওয়া যায় স্তন্যপায়ী প্রাণীর -
লালারসে
রক্তে
মূত্রে✅
দেহকোশে
৪০. কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয় ?
মিথেন
ইথেন
ইথিলিন✅
অ্যাসিটিলিন
৪১. কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
কয়লা
প্রাকৃতিক গ্যাস
খনিজ তেল
গোবর গ্যাস✅
৪২. কোন নিস্ক্রিয় মৌলটি তেজস্ক্রিয় ?
হিলিয়াম
আর্গন
জেনন
রেডন✅
৪৩. কোন মৌলটির অক্সাইড উভধর্মী ?
নাইট্রোজেন
সালফার
সোডিয়াম
জিংক✅
৪৪. কালো সিসা বা প্লাম্বাগো কাকে বলে ?
গ্যাস কার্বন
কালো হীরক
গ্রাফাইট✅
কোক
৪৫. মাইক্রোস্কোপ যন্ত্রের আবিস্কার হলেন-
জেড জেনসেন✅
চার্লস হুইটস্টোন
গ্যালিলিও
জে. এল. বেয়ার্ড
৪৬. খাদ্যের মূল পরিপাক কোথায় ঘটে ?
পাকস্থলী
ক্ষুদ্রান্ত্র✅
মুখগহ্বর
বৃহদন্ত্র
47. HIV দ্বারা আক্রমণকারী দেহাংশ -
ফুসফুস
যকৃৎ
T4 লিম্ফোসাইট✅
সুষুম্নাকান্ডের ধূসর অঞ্চল
৪৮. আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা হল-
100%✅
99%
50%
25%
49. লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে -
0°✅
45°
90°
180°
৫০. শব্দোত্তর শব্দ শুনতে পায় -
পায়রা
কুকুর
বাদুড়✅
কাক
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।