কোলকাতা পুলিশ কনস্টেবল জি কে মক টেস্ট ১৭

কোলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর। 


১. প্রাণীদেহের দীর্ঘতম কোশটি হল- 

  1. স্নায়ুকোশ✅                     

  2. হেপাটোসাইট                 

  3. রক্ত কোশ                    

  4. পেশী কোশ              

  

২. ভারতের বৃহত্তম তৈল খনি হলো- 

  1. আলিয়াবেত                              

  2. বাসিন 

  3. বোম্বে-হাই✅      

  4. কোনটিয় নয়                                                                      


৩. ভারতবর্ষে প্রথম আদমশুমারী সূচীত হয় কত সালে ?

  1. ১৯০১                                          

  2. ১৮৯১                                             

  3. ১৮৮১                                    

  4. ১৮৭২✅                                        


৪. ফরাজী আন্দোলনের প্রবর্তক কে ?

  1. মীর নিসার আলি                                   

  2. সৈয়দ আহমেদ                                    

  3. হাজি শরিয়ৎতুল্লা✅      

  4. দুদু মিঞা                                  


৫. কার রাজত্বকালে চল্লিশ চক্র দেখা যায় ?

  1. মহম্মদ বিন তুঘলক                             

  2. ইলতুৎমিস✅       

  3. আকবর                                      

  4. চন্দ্রগুপ্ত মৌর্য                                         


৬. কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ?

  1. ১৯১১                            

  2. ১৯২৯    

  3. ১৯২১✅                             

  4. ১৯৩১   


৭. পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় ?

  1. কলকাতা✅

  2. মালদহ                         

  3. খড়গপুর                 

  4. আসানসোল                                


৮. মানস সরোবর অবস্থিত - 

  1. কারাকোরাম পর্বতশ্রেণীতে   

  2. পিরপাঞ্জাল পর্বতশ্রেণীতে                          

  3. কৈলাস পর্বতশ্রেণীতে ✅                            

  4. মহাভারত পর্বতশ্রেণীতে                                                                


৯. নীচের কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে- 

  1. পেলেগ্রা                                

  2. রিকেট                                      

  3. কোয়াশিওরকোর✅                                      

  4. রেটিনোব্লাস্টোমা                                                  


১০. হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি  এলাকায় বিভক্ত করা যায় ?

  1. দুটি✅                             

  2. তিনটি    

  3. চারটি                             

  4. পাঁচটি                                   


১১. রেশমী রুমাল ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয় ?

  1. ১৯১১                          

  2. ১৯১৪       

  3. ১৯১৬✅                 

  4. ১৯১৯                  


১২. বর্তমান সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?

  1. বুধ 

  2. নেপচুন                                                                                    

  3. প্লুটো✅    

  4. বৃহস্পতি                                                                                                          


১৩. ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় কয়টি তপশীল ছিল ? 

  1. ১০ টি           

  2. ৮ টি✅                

  3. ৬ টি          

  4. ১২ টি         


১৪ . গিরিশ কারনাড কিসের সাথে যুক্ত ছিলেন ?

  1. জাদুবিদ্যা              

  2. বিজ্ঞান  

  3. খেলা  

  4. নাটক✅    


১৫. কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন ? 

  1. দাদাভাই নৌরজী✅ 

  2. পুলু মোদি      

  3. ভিকাজি কামা              

  4. জামসেদজী টাটা        


১৬.সব থেকে ছোট মহাসাগর হল- 

  1. আটলান্টিক মহাসাগর         

  2. প্রশান্ত মহাসাগর

  3. ভারত মহাসাগর               

  4. উত্তর মহাসাগর ✅                                 


১৭. সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরষ্কার কোনটি ?

  1. দাদাসাহেব ফালকে পুরষ্কার     

  2. সাহিত্য অ্যাকাডেমী পুরষ্কার        

  3. পদ্মভূষণ পুরস্কার   

  4. জ্ঞানপীট পুরষ্কার ✅       


১৮. তেলেগু সাহিত্য "আমুক্তমাল্যদা" এর লেখক কে ?

  1. হরিহর   

  2. দেবার্য্য                

  3. কৃষ্ণ দেবার্য্য✅                               

  4. বুক্কাা                                     


১৯. বাংলাদেশে যে নদী পদ্মা নামে পরিচিত তা হল- 

  1. যমুনা 

  2. গঙ্গা✅ 

  3. তুস্তা      

  4. ব্রহ্মপুত্র                 


২০. মেন্ডেলিফ কত খ্রিস্টাব্দে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন ?

  1. ১৮১৭                   

  2. ১৮৬৪                   

  3. ১৮৬৭               

  4. ১৮৬৯✅                             


২১.১৯১৬ সালে তিলক কোথায় হোমরুল লীগ গঠন করেন ?

  1. পুণে ✅

  2. বেলগাও        

  3. বিরার        

  4. সাতারা 


২২. লোকসভায় জিরো-আওয়ার এর সর্বাধিক সময়কাল হল-  

  1. ৬০ মিনিট✅        

  2. ৩০ মিনিট 

  3. ২ ঘন্টা                           

  4. অনির্দিষ্টকাল        


২৩. রাজ্যপালের কার্যকাল কতদিন ?

  1. তিন বছর            

  2. চার বছর      

  3. পাঁচ বছর✅         

  4. ছয় বছর 


২৪. ভারতে প্রথম পেট্রো-রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?

  1. হলদিয়া               

  2. ট্রাম্বে✅                

  3. মুম্বাই         

  4. আসানসোল  


২৫. ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দেন ?

  1. ভগৎ সিং✅                           

  2. সুভাষচন্দ্র বসু        

  3. বাল গঙ্গাধর                 

  4. রাসবিহারী বসু          


২৬. স্পারমোলজি বিদ্যাতে আলোচিত হয়- 

  1. পাতা 

  2. পরাগরেণু            

  3. ফল                      

  4. বীজ✅             


২৭. কাকে সাদা বিপ্লবের জনক বলা হয়  - 

  1. ভার্গিস ক্যুরিয়েন✅                            

  2. এম এস স্বামীনাথন        

  3. পি জি বানতোল               

  4. স্যাম পিত্রোদা    


২৮. ভারতের সর্ববৃহৎ হ্রদ হল- 

  1. লোকটাক হ্রদ 

  2. কল্লেরু হ্রদ     

  3. পুলিকট হ্রদ                             

  4. চিলকা হ্রদ✅                            


২৯. ভারতের সংবিধান কার্যকারী হয় - 

  1. ২৬ শে জানুয়ারি ১৯৫০✅          

  2. ২৫ আগস্ট ১৯৪৭          

  3. ২৬ নভেম্বর ১৯৪৯

  4. ১৫ ই জুলাই ১৯৫২               


৩০. জাতীয় বিজ্ঞান দিবস হলো- 

  1. ১৮ ফেব্রুয়ারী 

  2. ২৮ ফেব্রুয়ারী✅     

  3. ৫ জুন 

  4. ৭ এপ্রিল                   


৩১.খেলার জগতে "সানি" নামে পরিচিত কে ?

  1. বেঙ্গসরকার            

  2. রবি শাস্ত্রী                   

  3. গাভাস্কার✅                            

  4. কপিল দেব    


৩২.মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?

  1. চালর্স ডারউইন                               

  2. দ্যা ভ্রিস✅                

  3. ল্যামার্ক                 

  4. ভাইসম্যান              


৩৩. কোন কোষের তড়িচ্চালক বলের একক হল- 

  1. অ্যাম্পিয়ার                        

  2. ভোল্ট ✅     

  3. ওহম 

  4. কুলম্ব                               


৩৪. যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন - 

  1. বাবর ✅          

  2. আকবর             

  3. শেরশাহ             

  4. ঔরঙ্গজেব                              


৩৫. গণভবন নামে পরিচিত - 

  1. ভারতের রাষ্ট্রপতি বাসভবন                          

  2. বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবন✅                      

  3. বাংলাদেশ রাষ্ট্রপতি বাসভবন                       

  4. ভারতের প্রধানমন্ত্রী ভবন        


৩৬. কক্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

  1. দাবা  

  2. গল্ফ        

  3. লন টেনিস 

  4. নৌকা বাইচ✅   


৩৭. কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত ?

  1. হরিয়ানা✅  

  2. উত্তরপ্রদেশ  

  3. গুজরাট     

  4. আসাম     


৩৮. ব্রিটেনের আইনসভা হল- 

  1. জাতীয় সংসদ       

  2. নেসেট       

  3. হাউস অব কমন্স✅     

  4. পিপলস অ্যাসেম্বলি    


৩৯. নীচের কোনটির ভেদনক্ষমতা কম- 

  1. আলফা রশ্মির ✅

  2. বিটা রশ্মির 

  3. গামা রশ্মির 

  4. আলোক রশ্মির     



৪০. জমসেদপুর কোন নদীর তীরে অবস্থিত ?

  1. দামোদর         

  2. সুবর্ণরেখা ✅   

  3. অজয়  

  4. রুপনারায়ণ    

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post