কলকাতা পুলিশ কনস্টেবল মক টেস্ট ১৮

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন ও উত্তর জেনেনিন। 


১. ২৩ তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন ?

  1. ঋষভনাথ                      

  2. পার্শ্বনাথ✅                  

  3. মহাবির                    

  4. গৌতম               


২. কুতুবউদ্দিন আইবকের সভাপতি কে ছিলেন ?

  1. হারুন নিজাম✅                               

  2. আমির খসরু  

  3. কালিদাস       

  4. কোনটিয় নয়                                                                   

৩. চান্দেলা বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  1. দন্তিদূর্গ                                           

  2. নান্নুকা✅                                             

  3. যশোবর্ধন                                     

  4. হামিরবর্মন                                        


৪. অজাতশত্রুর রাজধানী কোথায় ছিল ?

  1. রাজগৃহ✅                                    

  2. বৈশালী                                     

  3. পাটলিপুত্র       

  4. উজ্জয়িনী                                   


৫. কাকে দ্বিতীয় অশোক বলা হয় ?

  1. শশাঙ্ক                              

  2. হর্ষবর্ধন        

  3. কনিষ্ক✅                                      

  4. জয়নাল                                         


৬. রামচরিতমানস এর লেখক কে ?

  1. সন্ধ্যাকর নন্দি                            

  2. কলহন     

  3. তুলসীদাস✅                              

  4. রামদাস   


৭. নীচের কে সুলতানা মামুদের সময় কালে ভারতে আসেন ?

  1. মেগাস্থিনিস 

  2. ফা হিয়েন                          

  3. হিউয়েন সাঙ                  

  4. আল বিরুনি✅                               


৮. গান্ধি-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? 

  1. ১৯৩১✅   

  2. ১৯৩২                          

  3. ১৯১৬                            

  4. ১৯১৭                                                               

৯. ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন ?

  1. রাজা রামমোহন রায়                                 

  2. রাধাকান্ত দেব✅                                       

  3. উইলিয়াম অ্যাডাম

  4. জ্যোতিবা ফুলে                                                    

১০. সোমপ্রকাশ সংবাদপত্র প্রকাশিত হয় ?

  1. ১৮২৮ সালে                             

  2. ১৮৫১ সালে    

  3. ১৮৫৮ সালে✅                             

  4. ১৮৬১ সালে                                   

১১. ১৯৩৬ সালে সর্বভারতীয় কিষাণ সভার নেতৃত্ব দেন - 

  1. সূর্য সেন                           

  2. মহত্মা গান্ধী        

  3. জওহরলাল নেহেরু                  

  4. সহজানন্দ সরস্বতী✅                   


১২. পরাধীন ভারতের শেষ গভর্নর জেনেরাল কে ?

  1. রাজা গোপালাচারী  

  2. লর্ড মাউন্টব্যাটেন                                                                                     

  3. লর্ড ক্যানিং✅     

  4. লর্ড বেন্টিংক                                                                                                           

১৩. কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীর মতবিরোধ হয়   ? 

  1. সুরাট✅           

  2. মুম্বাই                 

  3. লক্ষ্মৌ          

  4. কলকাতা          

১৪ . ধীরে ধীরে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হ্রাস পেলে- 

  1. ঝড়ের সম্ভাবনা আছে               

  2. পরিষ্কার আকাশ আছে   

  3. শীষ্রই বৃষ্টির সম্ভাবনা আছে✅   

  4. উপরের কোনটিই নয়     


১৫. আনন্দ নগর কাকে বলা হয় ? 

  1. কলকাতা✅  

  2. ভেনিস       

  3. মস্কো              

  4. হাবানা         


১৬.নীচের কোন নদীর তীরে কানপুর অবস্থিত ?

  1. গঙ্গা✅          

  2. যমুনা 

  3. গোমতী                

  4. মহানদী                                  


১৭. ইদুক্কি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত  ?

  1. তাপ্তি     

  2. গন্ডক         

  3. রামগঙ্গা    

  4. পেরিয়ার✅        


১৮. চন্দ্রপ্রভা অভয়ারণ্য অবস্থিত - 

  1. ওড়িশা    

  2. মধ্যপ্রদেশ                 

  3. উত্তরপ্রদেশ✅                                

  4. হিমাচলপ্রদেশ                                      


১৯. জবাই কোন নদীর উপনদী ?

  1. যমুনা 

  2. লুনি✅  

  3. তুস্তা      

  4. ব্রহ্মপুত্র                 


২০. কে রাষ্ট্রপতি কে শপথবাক্য পাঠ করান ?

  1. উপরাষ্ট্রপতি                    

  2. প্রধানমন্ত্রী                    

  3. লোকসভার স্পিকার                

  4. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি✅                              


২১.মেক ইন ইন্ডিয়া প্রকল্প কোন বছর চালু হয় ?

  1. ২০১৪✅

  2. ২০১৫        

  3. ২০১৬        

  4. ২০১৭ 


২২. শব্দের তীব্রতা মাপার একক কি ?  

  1. ওহম মিটার        

  2. ডেসিবেল✅ 

  3. লাকস                            

  4. কোনটিয় নয়         


২৩. সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ?

  1. ফ্লুরিন             

  2. ফ্রান্সিয়াম✅       

  3. আয়রন          

  4. সোডিয়াম 


২৪. বায়ুর গতিবেগ পরিমাপ করার যন্ত্র কি ?

  1. অল্টিমিটার               

  2. অ্যামিটার                

  3. অ্যানিমোমিটার✅         

  4. অডিওমিটার   


২৫. সোডিয়াম ধাতু কীসের নীচে রাখা হয় ?

  1. জল                            

  2. পেট্রোল         

  3. কেরোসিন✅                  

  4. অ্যালকোহল           


২৬. ভিটামিন K এর রাসায়নিক নাম কি ?

  1. টোকোফেরল  

  2. কোলক্যাসিফেরোল             

  3. সায়নোকোবালামিন                       

  4. ফাইলোকুইনোন ✅             


২৭. মানুষের শরীরে কোন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি ?

  1. হাইড্রোজেন                             

  2. নাইট্রোজেন         

  3. অক্সিজেন✅                

  4. কার্বন     


২৮. স্বপন বুড়ো ছদ্মনামে কে লিখতেন ?

  1. বিমল ঘোষ  

  2. অখিল নিয়োগী ✅     

  3. অমিতাভ চৌধুরী                              

  4. সমরেশ বসু                             


২৯. ঝুমুর কোন রাজ্যের লোকনৃত্য ?

  1. ঝাড়খণ্ড ✅          

  2. উত্তরাখণ্ড           

  3. মণিপুর 

  4. গোয়া                


৩০. তাবসেন সংগীত পুরস্কার কোন রাজ্য প্রদান করে থাকে ?

  1. মধ্য প্রদেশ  ✅

  2. উত্তর প্রদেশ      

  3. রাজস্থান 

  4. গুজরাট                    


৩১.ফেডারেশন ইনটারন্যাশনাল দি হকি(FIH) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

  1. লন্ডন             

  2. লুজ্যান✅                    

  3. দুবাই                             

  4. জুরিখ     


৩২.পাঞ্চেত পাহাড় কোথায় অবস্থিত ?

  1. পুরুলিয়া✅                                

  2. বাঁকুড়া                 

  3. বীরভূম                  

  4. কোনটিয় নয়               


৩৩. কাকাদ্বীপ কোথায় অবস্থিত ?

  1. দক্ষিণ ২৪ পরগণা✅                         

  2. উত্তর ২৪ পরগণা      

  3. পূর্ব মেদিনীপুর  

  4. পশ্চিম মেদিনীপুর                                


৩৪. কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী ?

  1. ক্যলকাটা গেজেট           

  2. বেঙ্গল গেজেট✅              

  3. দ্য স্টেটসম্যান              

  4. ক্যালকাটা ক্রনিকল                               


৩৫. বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয় কবে ?

  1. ২৪ মার্চ✅                           

  2. ২১ জুন                       

  3. ২১ মার্চ                        

  4. ২২ জুলাই         


৩৬. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?

  1. ওম বিড়লা   

  2. জি কে পাটেল         

  3. সুকুমার সেন✅ 

  4. অমর্ত্য সেন    


৩৭. বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ?

  1. ১৭০২ খ্রিস্টাব্দে   

  2. ১৮০০ খ্রিস্টাব্দে  

  3. ১৮০২ খ্রিস্টাব্দে✅     

  4. ১৭৮৪ খ্রিস্টাব্দে      


৩৮. মধ্যযুগে কোন শাসক তামার নোট প্রচলন করেছিলেন ?

  1. ইলতুৎমিস        

  2. ফিরোজশাহ তুঘলক        

  3. মহম্মদ বিন তুঘলক ✅

  4. ঔরঙ্গজেব     


৩৯. ধননন্দকে হারিয়ে কে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ?

  1. বিন্দুসার 

  2. চন্দ্রগুপ্ত✅ 

  3. কুণাল  

  4. অশোক 

 

৪০. গোবর গ্যাসের প্রধান উপাদান হল- 

  1. কার্বন ডাই অক্সাইড          

  2. হাইড্রোজেন    

  3. মিথেন ✅  

  4. ইথেন     

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

Download Full PDF : CLICK HERE


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post