রেল গ্রুপ ডি সায়েন্স প্রশ্ন ও উত্তর মক টেস্ট ২

রেলের গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ সায়েন্স প্রশ্ন ও উত্তর। 


১. কোশ আবিষ্কার করেন ?

  1. রবার্ট ব্রাউন                      

  2. বরার্ট হুক✅                  

  3. পারকিনজি                    

  4. স্লেইডেন               

 

২. ক্যানসার সৃষ্টিকারী RNA ভাইরাস হল- 

  1. পক্স ভাইরাস                               

  2. হারপিস ভাইরাস  

  3. রাউস সারকোমা ভাইরাস✅     

  4. উপরের সব-কটিই                                                                       

৩. কোন বিভাজনকে সমবিভাজন বলে ?

  1. অ্যামাইটোসিস                                           

  2. মিওসিস                                              

  3. মাইটোসিস✅                                     

  4. সব কটি                                         


৪. কোনটি উপকারী ভাইরাস ?

  1. ভ্যাকসিনিয়া                                     

  2. ভ্যারিওলা                                     

  3. রাইনোভাইরাস       

  4. ব্যাকটেরিওফাজ✅                                  


৫. সালোকসংশ্লেষের প্রধান স্থান - 

  1. পাতা                            

  2. বৃতি      

  3. কান্ড                                     

  4. মেসোফিল টিস্যু ✅                                         

৬. ব্যাঙ্গাচির শ্বসন অঙ্গ- 

  1. ফুলকা                             

  2. বহিঃফুলকা✅     

  3. বুক লাং                               

  4. ত্বক   


৭. মস্তিষ্ক গহ্বরের অপর নাম কি ?

  1. অপটোসিল   

  2. ভেন্ট্রি✅                         

  3. অলিন্দ                  

  4. বোসি                                


৮.  মানুষের মোট কশেরুকার সংখ্যা কত ?

  1. ৩০   

  2. ৩১                           

  3. ৩২                             

  4. ৩৩✅                                                               


৯. রেসারপিন থাকে সর্পগন্ধা গাছের- 

  1. কান্ডে                               

  2. মূলে✅                                     

  3. বাকলে                                      

  4. পাতায়                                                    


১০. অ্যাড্রিনাল গ্রন্থিটি কার সঙ্গে যুক্ত ?

  1. প্লিহা                               

  2. বৃক্ক✅      

  3. পাকস্থলি                             

  4. অগ্ন্যাশয়                                     


১১. AB রক্ত গ্রুপের ব্যাক্তিদের লোহিত কণিকার অ্যান্টিজেন - 

  1. A                          

  2. B        

  3. AB✅                  

  4. O                   


১২. ভিটামিন নামকরণ করেন- 

  1. কুহনে 

  2. বাইজারিঙ্ক                                                                                   

  3. ইরহেনবার্গ      

  4. ক্যাসিমির ফাঙ্ক✅                                                                                                          

১৩. প্রাকৃতিক নির্বাচনের একক- 

  1. ব্যাক্তিবিশেষ✅             

  2. গোত্র                  

  3. পপুলেশন           

  4. প্রজাতি              


১৪ . মটর গাছের পাতা রুপান্তরিত হয়েছে 

  1. মূলে              

  2. কাঁটায়  

  3. কান্ডে  

  4. আকর্ষে✅     


১৫. লালাগ্রন্থি কোন প্রকার গ্রন্থি ?

  1. অন্তঃক্ষরা  

  2. বহিঃক্ষরা✅        

  3. মিশ্র               

  4. কোনটিয় নয়          


১৬.মানুষের হাত কোন শ্রেণির লিভারের উদাহরণ ?

  1. প্রথম           

  2. দ্বিতীয়                

  3. তৃতীয়✅                

  4. কোনটিয় নয়                                 


১৭. শালগাছ হল একটি- 

  1. পর্ণমোচী গাছ✅     

  2. চিরসবুজ গাছ        

  3. জেরোফাইট    

  4. কনিফেরাস         


১৮. সিমেন্স কীসের একক- 

  1. রোধ   

  2. রোধাঙ্ক                 

  3. পরিবাহিতা✅                                

  4. পরিবাহিতাঙ্ক                                       


১৯. 1 radian = কত ডিগ্রি ?

  1. 100°         

  2. 180°    

  3. 57.32°✅       

  4. 60°                  


২০. বার কীসের একক ?

  1. ঘাত                    

  2. ক্ষেত্রফল                     

  3. শব্দ প্রাবল্য                 

  4. বায়ুমন্ডলীয় চাপ✅                              


২১.নীচের কোন স্কেলে তাপমাত্রার মান কখনও ঋণাত্মক হবে না ?

  1. সেলসিয়াস  

  2. ফারেনহাইট          

  3. রয়মার        

  4. কেলভিন✅ 


২২. কোন দর্পণ অসদ প্রতিবিম্ব গঠন করতে পারে না ?

  1. সমতল দর্পণ         

  2. উত্তল দর্পণ   

  3. অবতল দর্পণ                            

  4. সবকটি পারে✅          


২৩. চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে- 

  1. আকর্ষণ করে✅            

  2. বিকর্ষণ করে 

  3. যে কোন একটি         

  4. কিছুই করতে না 


২৪. প্রোটন একটি- 

  1. ঋণাত্মক কণা                

  2. ধণাত্মক কণা✅                  

  3. নিস্তড়িৎ কণা         

  4. কোনটিয় নয়  


২৫. ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী ব্যবহৃত হয়- 

  1. তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে                         

  2. চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে✅       

  3. পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে                

  4. কোনটিয় নয়           


২৬. বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে ?

  1. জেনন

  2. আর্গন✅             

  3. রেডন                      

  4. ক্রিপটন              


২৭. স্বাভাবিক কম্পনে কোন রাশিটির পরিবর্তন হয়না ?

  1. গতিবেগ                          

  2. ত্বরণ  

  3. বিস্তার✅               

  4. দশা    


২৮. ভর ছাড়াও চার্লসের সূত্রে ধ্রুবক হল- 

  1. উষ্ণতা        

  2. চাপ✅     

  3. আয়তন                             

  4. কোনটিয় নয়                             


২৯. জলের মোলার ভর কত ?

  1. 22 g            

  2. 20 g            

  3. 18 g✅  

  4. 16 g                


৩০. এক্স রশ্মি হল- 

  1. ধনাত্মক আধান কণার স্রোত  

  2. ঋণাত্মক আধান কণার স্রোত      

  3. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ✅   

  4. কোনটিয় নয়                    


৩১.নীচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয় ?

  1. কয়লা পোড়ানো              

  2. খড়ের দহন                    

  3. চুনে জল দেওয়া                              

  4. জলের স্ফুটন✅     


৩২.জলে চিনির দ্রাব্যতা কলকাতা অপেক্ষা দার্জিলিং এ-  

  1. বেশি                              

  2. কম✅                 

  3. একই                   

  4. কোনটিয় নয়               


৩৩. পর্যায় সারণির প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা - 

  1. ৭ টি                       

  2. ৮ টি     

  3. ২ টি✅

  4. ১০ টি                                


৩৪. অ্যাসিড দ্রবণের PH মান হয় - 

  1. ৭ এর বেশি            

  2. ৭ এর কম ✅            

  3. ৭             

  4. কোনটিয় নয়                              


৩৫. নীচের কোনটি কার্বোনেডো নামে পরিচিত ?

  1. গ্রাফাইট                           

  2. গ্যাস কার্বন                      

  3. উজ্জ্বল হীরক                        

  4. কালো হীরক✅  


৩৬. নীচের কোন গ্যাসটির গন্ধ পচা ডিমের মতো ? 

  1. NH3   

  2. SO2         

  3. CO2 

  4. H2S✅ 


৩৭. নীচের কোন পদ্ধতিতে সালফার নিষ্কাশন করা হয় ?

  1. হেবার পদ্ধতি 

  2. ভন পদ্ধতি   

  3. ফ্রান্স পদ্ধতি✅     

  4. কোনটিয় নয়       


৩৮. কোনটি সার হিসাবে ব্যবহৃত হয় ? 

  1. ইউরিয়া  ✅      

  2. কলিচুন        

  3. ন্যাপথলিন  

  4. ব্লিচিং পাউডার     


৩৯. নীচের কোনটি তরল ধাতু ?

  1. পারদ ✅

  2. ব্রোমিন  

  3. বেঞ্জিন   

  4. জল  

 

৪০. লোহার ওপর জিংকের প্রলেপ দেওয়াকে কী বলে ?

  1. গ্যালভানাইজেশন✅          

  2. টিন কোটিং     

  3. জিংক কোটিং   

  4. সংকরায়ণ     


৪১. ইথিলিনে H-C-C বন্ধন কোণের মান কত ? 

  1. 110° 

  2. 111° 

  3. 120°✅

  4. 180°  


৪২. পলিথিন নামক প্লাস্টিক তৈরি করতে ব্যবহৃত হয় ? 

  1. ইথিলিন✅  

  2. মিথেন  

  3. ইথেন 

  4. অ্যাসিটোন 


৪৩. সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি ?

  1. পিট✅  

  2. লিগনাইট  

  3. বিটুমিনাস 

  4. অ্যানথ্রাসাইট  


৪৪. ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে বলে-  

  1. প্রশম আয়ন 

  2. ক্যাটায়ন✅  

  3. অ্যানায়ন  

  4. কোনটিয় নয়  


৪৫. বেঞ্জিনের প্রধান উৎস কী ?  

  1. পেট্রোলিয়াম  

  2. আলকাতরা✅ 

  3. স্টার্চ বা শ্বেতসার 

  4. ফেনল  


৪৬. কাপড় কাচা সোডার জলীয় দ্রবণের প্রকৃতি কীরুপ ? 

  1. আম্লিক  

  2. ক্ষারকীয়✅ 

  3. প্রশম  

  4. উভধর্মী  


47. রড কোশ গঠনে সাহায্যকারী ভিটামিন ?

  1. ভিটামিন C  

  2. ভিটামিন D  

  3. ভিটামিন A✅ 

  4. ভিটামিন E 


৪৮. ইকোলোকেশন দেখা যায় এমন প্রাণী - 

  1. পায়রা 

  2. বাদুড়✅ 

  3. ঘোড়া 

  4. উট 


49. মোলার ঘনত্বের একক কী ?

  1. কিগ্রা/লিটার

  2. গ্রাম/লিটার✅

  3. পাউন্ড/লিটার

  4. গ্রাম-অণু/লিটার


৫০. পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর - 

  1. লোহা ও তামা  

  2. তামা ও টিন 

  3. তামা ও দস্তা✅ 

  4. তামা ও অ্যালুমিনিয়াম  

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️







Answer Key : 

1-b,2-c,3-c,4-d,5-d,6-b,7-b,8-d,9-b,10-b,11-c,12-d,13-a,14-d,15-b,16-c,17-a,18-c,19-c,20-d,21-d,22-d,23-a,24-b,25-b,26-b,27-c,28-b,29-c,30-c,31-d,32-b,33-c,34-b,35-d,36-d,37-c,38-a,39-a,40-a,41-c,42-a,43-a,44-b,45-b,46-b,47-c,48-b,49-b,50-c 

3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post