কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম।
১. নর্মদা নদীর পতনস্থল হল-
বঙ্গোপসাগর
কচ্ছের রাণ
খাম্বাত উপসাগর✅
কোনটিয় নয়
২. কিউবার রাজধানীর নাম কী ?
হাভানা✅
অটোয়া
খরটুম
ডাকার
৩. রেডিয়োথেরাপিতে অধিক ব্যবহার করা হয় -
আলফা রশ্মি
বিটা রশ্মি
গামা রশ্মি✅
এক্স রশ্মি
৪. আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত ?
চিতোরগড়
আজমীর✅
দিল্লি
বিকানির
৫. ২৪ তম প্যারালাল ভারত কে যুক্ত করেছে -
শ্রীলঙ্কার সঙ্গে
মালদ্বীপের সঙ্গে
মায়ানমারের সঙ্গে✅
আন্দামান ও নীকোবার
৬. ভারতের শান্তিমানব কাকে বলা হয় ?
জওহরলাল নেহেরু
লালা লাজপৎ রায়
স্বামী বিবেকানান্দ
লালবাহাদুর শাস্ত্রী✅
৭. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি ?
রাস মেলা
কেঁদুলি মেলা
পৌস মেলা
গঙ্গাসাগর মেলা✅
৮. ভিক্টোরিয়া মেমোরিয়াল কে স্থাপন করেন ?
উইলিয়াম এমারসন
উইলিয়াম জোন্স
লর্ড কার্জন✅
লর্ড ডালহৌসি
৯. বেথুয়াডহরি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
নদিয়া✅
জলপাইগুড়ি
আলিপুরদুয়ার
দক্ষিণ ২৪ পরগণা
১০. কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত ?
অজয়
হলদি ✅
তোর্সা
মহানন্দা
১১. আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?
হকি✅
ভলিবল
ক্রিকেট
ব্যাডমিন্টন
১২. নীচের কোন রাজ্যটি ভারতে ভাষার ভিত্তিতে গঠিত হয় ?
কেরলা
গুজরাট
অন্ধ্রপ্রদেশ✅
বিহার
১৩. Unhappy India বইটির লেখক কে ?
লালা লাজপৎ রায়✅
মৌলানা আজাদ
মহত্মা গান্ধী
জওহরলাল নেহেরু
১৪ . আলকাপ লোকনৃত্য কোন রাজ্যের -
মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ✅
তামিলনাড়ু
কোনটিই নয়
১৫. কলিঙ্গ পুরষ্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
বিজ্ঞান✅
অর্থনীতি
সংগীত
সাহিত্য
১৬.লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় ?
যকৃৎ✅
ক্ষুদ্রান্ত্র
বৃক্ক
অস্থিমজ্জা
১৭. কোনটি উৎসেচক নয় ?
অ্যামাইলেজ
পেপসিন
সোমাটোট্রপিন✅
ট্রিপসিন
১৮. রেবিস ভ্যাকসিন কোন রোগের টিকা ?
জলাতঙ্ক✅
কলেরা
হাম
স্মল পক্স
১৯. কোনটি স্তন্যপায়ী নয় ?
ডলফিন
শার্ক✅
সিল
তিমি
২০. উদ্ভিদ কোথা থেকে প্রোটিন সংশ্লেষণ করে ?
স্টার্চ
শর্করা
ফ্যাটি অ্যাসিড✅
অ্যামাইনো অ্যাসিড
২১.অপটিক্যাল ফলাইবারের কার্যনীতি হল-
বিক্ষেপ
প্রতিসরণ
প্রতিফলন
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন✅
২২. তরঙ্গদৈর্ঘ্য বেশি কোন আলোর ?
লাল✅
বেহুনি
বর্ণহীন
কোনটিয় নয়
২৩. দশ টাকার নোটে কতগুলি ভাষা লেখা থাকে ?
৮ টি
৯ টি
১০ টি
১৭ টি✅
২৪. কোনো বিল অর্থ বিল কি না তা কে নির্ধারণ করেন ?
অর্থমন্ত্রী
রাষ্ট্রপতি
লোকসভার অধ্যক্ষ✅
রাজ্যসভার চেয়ারম্যান
২৫. অস্পৃশ্যতা ভারতের সংবিধানের কোন ধারায় বাতিল করা হয়েছে ?
১৪
১৫
১৬
১৭ ✅
২৬. পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়-
রাজস্থান✅
কেরলা
পশ্চিমবঙ্গ
ওড়িশা
২৭. অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন ?
বটুকেশ্বর দত্ত
প্রমথনাথ মিত্র✅
অশ্বিনীকুমার দত্ত
যতীন দাস
২৮. নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ?
রাষ্ট্রপতি ✅
প্রধানমন্ত্রী
উপরাষ্ট্রপতি
লোকসভার স্পিকার
২৯. ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়-
দুর্গাপুর
আমেদাবাদ ✅
মুম্বাই
চেন্নাই
৩০. মানবদেহের ওজনে কত শতাংশ জল-
৬৬✅
৫০
৩৩
১০
৩১.মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত ?
তামিলনাড়ু
মহারাষ্ট্র
ঝাড়খণ্ড
হরিয়ানা ✅
৩২.সুপ্রীমকোর্টে কত ধরণের ফৌজদারী আপিল করা যায় ?
দুই ধরণের
তিন ধরণের✅
চার ধরণের
পাঁচ ধরণের
৩৩. ভারতে গান্ধারা শিল্প কোন শাসনকালে বিকাশ ঘটেছিল ?
মৌর্য
গুপ্ত
কুষাণ✅
চোল
৩৪. রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন ?
প্রধানমন্ত্রী
উপরাষ্ট্রপতি ✅
লোকসভার স্পিকার
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
৩৫. কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল ?
লর্ড ডালহৌসি
লর্ড ওয়েলেসলি
লর্ড ক্লাইড
লর্ড কার্জন✅
৩৬. হাতীগুম্ফা শিলালিপি কোন রাজার আমলে খোদিত হয়েছিল ?
কনিষ্ক
অশোক
ইলতুৎমিস
খারবেল ✅
৩৭. ভারতে বোকারো লৌহ ইস্পাত কেন্দ্র কত খ্রিঃ গড়ে উঠেছিল ?
১৯৭০ খ্রিস্টাব্দে
১৯৭১ খ্রিস্টাব্দে
১৯৭২ খ্রিস্টাব্দে✅
১৯৭৩ খ্রিস্টাব্দে
৩৮. রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন ?
ভিটামিন A
ভিটামিন B
ভিটামিন C
ভিটামিন K✅
৩৯. তিন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় ?
১৮৫২
১৮৬২
১৮৭২✅
১৮৮২
৪০. রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন ?
লর্ড বেন্টিংক
লর্ড ডালহৌসি
ওয়ারেন হেস্টিংস
দ্বিতীয় আকবর শাহ ✅
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।