রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন পার্ট ৩

রেলওয়ে গ্রুপ ডি জি কে মক টেস্ট । রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন ও উত্তর। 


[ আরও পড়ুন - রেল গ্রুপ ডি পার্টঃ 2 ]


১.  কোশের শক্তিঘর বলা হয়  - 

  1. রাইবোজোম                       

  2. মাইটোকন্ড্রিয়া✅                   

  3. সেন্ট্রোজোম                     

  4. লাইসোজোম                

 

২. DNA দ্বিত্বকরণ ঘটে কোন দশায় ?

  1. M দশায়                                

  2. G1 দশায়   

  3. G2 দশায়      

  4. S দশায়✅                                                                        

৩. সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তনের ভাইরাস - 

  1. TMV ভাইরাস                                            

  2. বসন্ত ভাইরাস                                               

  3. রাইনো ভাইরাস✅                                      

  4. টম্যাটো বুসি ভাইরাস                                         

৪. ফড়িং এর শ্বাসঅঙ্গের নাম - 

  1. ফুলকা                                      

  2. ফুসফুস                                      

  3. শ্বাসনালি✅       

  4. চর্ম                                  

৫. প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে শ্বাসকার্যের সংখ্যা - 

  1. ১০ বার                             

  2. ১৪-১৮ বার ✅      

  3. ২০-২৫ বার                                     

  4. ১০০ বার                                          

৬. মামুষের সুষুস্নাস্নায়ু কয় জোড়া ?

  1. ১২ জোড়া                              

  2. ১০ জোড়া      

  3. ৩১ জোড়া ✅                               

  4. ১৪ জোড়া     

৭. রড কোশ গঠনে সাহায্যকারী ভিটামিন ?

  1. ভিটামিন C    

  2. ভিটামিন D                          

  3. ভিটামিন A✅                  

  4. ভিটামিন E                                   

৮.  তেঁতুলে বর্তমান অম্লটি হল- 

  1. অক্সালিক অ্যাসিড    

  2. টারটারিক অ্যাসিড ✅                         

  3. ম্যালিক অ্যাসিড                             

  4. সাইট্রিক অ্যাসিড                                                                

৯. মাতৃস্তনে দুগ্ধক্ষরণ ঘটায় - 

  1. MSH                                

  2. ভাসোপ্রেসিন                                      

  3. অক্সিটোসিন✅                                       

  4. থাইরক্সিন                                                    

১০. রক্ত কোন অংশ দিয়ে ডান অলিন্দে আসে- 

  1. নিম্ন মহাশিরা                               

  2. ঊর্ধ্ব মহাশিরা       

  3. সাইনাস ভেনোসাস                              

  4. ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা✅                                    

১১. গ্লুকোজ গ্লাইকোজেনরুপে সঞ্চিত থাকে দেহের কোন অংশে ?

  1. যকৃৎ✅                           

  2. বৃক্ক        

  3. ত্বকে                  

  4. বৃহদন্ত্রে                    

১২. দ্বি নিষেক দেখা যায় এমন উদ্ভিদ ?

  1. ছোলা  

  2. রেড়ি✅                                                                                   

  3. আম       

  4. মটর                                                                                                            

১৩. অভিব্যাক্তির জনক কে ?

  1. ল্যামার্ক 

  2. ডারউইন✅                   

  3. ওয়ালেস            

  4. হক্সলে               

১৪ . মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল- 

  1. পারদ✅               

  2. সিসা   

  3. তামা   

  4. ক্যাডমিয়াম      

১৫. রুইমাছের দেহে কী ধরনের আঁশ বর্তমান ?

  1. সাইক্লয়েড✅   

  2. টিনয়েড         

  3. প্ল্যাকয়েড                

  4. গ্যানয়েড           

১৬.ভর / আয়তন = ? 

  1. ভরবেগ            

  2. বল                 

  3. ঘনত্ব✅                 

  4. নিষ্ক্রিয়তা                                  


১৭. বরীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠানটি কোনটি ?

  1. রবীন্দ্র বিদ্যালয়      

  2. জ্ঞানধাম বিদ্যালয়         

  3. বিশ্ব ভারতী✅     

  4. সেবাগ্রাম          

১৮. যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নীচের কোন অবস্থা হবে ?

  1. জলের স্তর আগের মতো থেকে যাবে ✅   

  2. জল উপচে পরে যাবে                  

  3. জলের স্তর একটু নেমে যাবে যেহেতু বরফ গলছে                                 

  4. সব বরফগুলো জলের তলায় গিয়ে থিতিয়ে পড়বে                                        

১৯. ___ ছিল পান্ডা রাজধানী।  

  1. গয়া          

  2. দ্বারাসমুদ্র     

  3. মাদুরাই✅        

  4. কাঞ্চীপুরম                   

২০. সৌর প্যানালে কোন ধাতু ব্যবহৃত হয় ?

  1. রুপা                    

  2. তামা                      

  3. সোনা                  

  4. সিলিকন✅                              

২১.নীচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় ?

  1. জলের জলীয় বাষ্পে রুপান্তর✅   

  2. দুধের দইয়ে রুপান্তর           

  3. লোহার মরিচা পড়া         

  4. আমাদের দেহে খাদ্যের হজম  

২২. রক্তনালীর লাল যোগকলা কোনটি ?

  1. WBC          

  2. রক্ত✅    

  3. প্লাজমা                             

  4. RCB           

২৩. ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত ?

  1. বিহার             

  2. রাজস্থান  

  3. আসাম          

  4. ঝাড়খণ্ড✅  

২৪. নীচের কোন প্রিন্সিপালের ওপর মহাকাশে একটি রকেট কাজ করে ?

  1. শক্তির সংরক্ষণ প্রিন্সিপাল                

  2. ভর সংরক্ষণ প্রিন্সিপাল                   

  3. দ্রুতি সংরক্ষণ প্রিন্সিপাল         

  4. ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপাল✅   

২৫. ১৯৪৬ সালে সংবিধান রচনা হয়েছিলো___ দ্বারা। 

  1. ক্যাবিনেট মিনিস্টার্স প্লান                          

  2. ক্যাবিনেট মিশন প্লান ✅       

  3. ক্যাবিনেট মিনিস্ট্রি প্লান                 

  4. ক্যাবিনেট মিশিনারী প্লান            

২৬. বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর ___ অবস্থার কথা বলেছেন।  

  1. ৫✅ 

  2. ২             

  3. ৩                      

  4. ৪              

২৭. একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে- 

  1. XY ক্রোমোসোম                           

  2. একটি Y ক্রোমেসোম   

  3. XX ক্রোমোসোম                

  4. একটি X ক্রোমোসোম✅     

২৮. নীচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয় ?

  1. এটি স্বাদে তেতো        

  2. লাল লিটমাস নীল করে     

  3. লীন লিটমাস লাল করে✅                              

  4. কোনটিয় নয়                             

২৯. নীচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু ?

  1. রুপা             

  2. সোনা✅             

  3. কপার

  4. অ্যালুমিনিয়াম                 

৩০. জাতীয় পেনশন প্রকল্পে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স হলো- 

  1. ৬৫✅  

  2. ৬২

  3. ৭০   

  4. ৫৮                     

৩১.চাপ = _____ 

  1. ঘাত × আয়তন               

  2. আয়তন / ঘাত                    

  3. আয়তন + ঘাত                               

  4. ঘাত / আয়তন✅     

৩২.যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয়, তার ত্বরণ কি ?  

  1. শূন্য✅                               

  2. অভিন্ন                  

  3. ধনাত্মক                    

  4. ঋণাত্মক                

৩৩. হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠণ নিম্নলিখিতটির সঙ্গে সদৃশ - 

  1. হ্যালোজেন                        

  2. ক্ষারমৃত্তিকার ধাতু     

  3. নিষ্কৃয় গ্যাস 

  4. ক্ষারীয় ধাতু✅                                 

৩৪. ___ হল অ্যাস্কারিসের সাধারণ নাম। 

  1. পিনওয়ার্ম             

  2. গোলকৃমি✅            

  3. কেঁচো             

  4. ফিতাকৃমি                               

৩৫. নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত ?

  1. আসাম                            

  2. উত্তর প্রদেশ                       

  3. উত্তরাখণ্ড✅                         

  4. হিমাচল প্রদেশ 

৩৬. নিবেশিত মরস্টেম পাওয়া যায়ঃ 

  1. পাতার অগ্রভাগে    

  2. ক্রমবর্ধমান শিকড়ের অগ্রমূলে          

  3. পাতার নীচে ✅ 

  4. ক্রমবর্ধমান কান্ডের অগ্রভাগে  

৩৭. _____ দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পরমাণবিক ভরের তুলনায় অনেক বেশী মৌলেক । 

  1. মোসলে 

  2. নিউল্যান্ড 

  3. ম্যান্ডেলিভ✅      

  4. কোনটিয় নয়       

৩৮. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি ?

  1. কুলু      

  2. ধর্মশালা✅         

  3. মান্ডি

  4. মানালি

৩৯. স্পাইরোগাইরা জনন করে___এর মাধ্যমে।

  1. কোরকোদগম 

  2. বিভাজন   

  3. খন্ডীভবন ✅   

  4. বহু বিভাজন   


৪০. যে সময় আমরা একটি চকের টুকরো দিয়ে একটি কালো বোর্ডে লিখি,তখন কোন বল দ্বারা আমাদের সে কাজ সাধিত হয় ? 

  1. স্পর্শ বল           

  2. পেশী বল      

  3. ঘর্ষণ বল✅   

  4. ক্ষেত্র বল      

৪১. একটি আয়তঘনের কটি প্রান্ত থাকে ? 

  1. ৪ টি  

  2. ৮ টি 

  3. ৬ টি

  4. ১২ টি✅   

৪২. ১ থেকে ১৭ তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে ____বলা হয়। 

  1. অভ্যন্তরীণ সন্ধিগত মৌল   

  2. সন্ধিগত মৌল   

  3. স্বাভাবিক মৌল ✅ 

  4. নোবেল গ্যাস  

৪৩. দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি সাধারণ ভ্রুণ কোষের মধ্যে নিউক্লিয়াসের বিন্যাস হলঃ 

  1. 3+3+2

  2. 2+4+2  

  3. 3+2+3 ✅

  4. 2+3+3   


৪৪. একটি ____ সার্কিটে, বিদুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। 

  1. সমান্তরাল✅  

  2. সম্পূর্ণ   

  3. শ্রেণী   

  4. কন্ডাকটর   

৪৫. অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হল___।

  1. AlO  

  2. AlO3 

  3. Al3O2 

  4. Al2O3 ✅  

৪৬. মানব দেহে খাদ্য পদার্থকে ____ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্ন্যাশয়জাত উৎসেচক তার উপর কাজ করতে পারে।

  1. আম্লিক  

  2. ক্ষারীয়✅ 

  3. প্রশম  

  4. উভধর্মী  

47. ___ হল দক্ষিণ গোয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত। 

  1. ক্যান্ডোলিম   

  2. বাগা   

  3. মর্জিম  

  4. কোলভা ✅ 

৪৮. নীচের কোন ভৌতরাশি জুটির একক বা ইউনিট একই হয় ?

  1. কার্য এবং ক্ষমতা  

  2. কার্য এবং বল  

  3. বল এবং ক্ষমতা  

  4. বল এবং ওজন✅  

49. নীচের কোনটি সঠিক দর্পণ সূত্র ?

  1. 1/f = 1/v + 1/u✅

  2. 1/v = 1/f + 1/u

  3. 1/f = 1/u - 1/v

  4. 1/f = 1/v - 1/u 

৫০. কুপ সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?

  1. কর্ণাটক   

  2. তামিলনাডু

  3. অন্ধ্রপ্রদেশ✅  

  4. মণিপুর   

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️









3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post