পর্যায় সারণির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

পর্যায় সারণির এই প্রশ্নগুলি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 


মুখ্যমন্ত্রী+রাজ্যপাল+রাজধানীঃ CLICK HERE 

১. পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন- 

  1. ডোবেরিনার                              

  2. লোথারমেয়ার                         

  3. মেন্ডেলিভ✅                             

  4. ডালটন                          

২. মেন্ডেলিভের পর্যায় সারণিতে শ্রেণি সংখ্যা-

  1. আট ✅     

  2. নয়                  

  3. সতেরো     

  4. দশ                                                                                

৩. মেন্ডেলিভের পর্যায় সারণিতে পর্যায় আছে- 

  1. ৭ টি ✅                                                     

  2. ৮ টি                                                       

  3. ৯ টি                                             

  4. ১০ টি                                                   

৪. মেন্ডেলিভের পর্যায় সারণিতে নিষ্ক্রিয় মৌলগুলি অবস্থান করে-

  1. শূন্য শ্রেণিতে                                             

  2. IA শ্রেণিতে                                              

  3. VIII শ্রেণিতে               

  4. অবস্থান নেই   ✅                                           

৫. মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত-

  1. প্রোটন সংখ্যার ওপর✅                

  2. নিউট্রন সংখ্যার ওপর                                           

  3. ভর সংখ্যার ওপর   

  4. মেসন কণিকার ওপর                                               

৬. পর্যায় সারণির প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা - 

  1. ৭ টি   

  2. ৮ টি                                   

  3. ২ টি✅

  4. ১০ টি    

৭. পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে মৌলের সংখ্যা- 

  1. ২ টি   

  2. ৭ টি                                  

  3. ৮ টি ✅                       

  4. ১০ টি                                          

৮. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা- 

  1. ১২              

  2. ১৩                                     

  3. ১৪  ✅                                 

  4. ১৫                                                                       

৯. পর্যায় সারণিতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান - 

  1. প্রথম পর্যায়                                         

  2. চতুর্থ পর্যায়                                               

  3. পঞ্চম পর্যায়   

  4. ষষ্ঠ পর্যায়   ✅                                                    

১০. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণি সংখ্যা- 

  1. ৯                                    

  2. ১০      

  3. ১৭                                   

  4. ১৮  ✅                                          

১১. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে নোবেল গ্যাসগুলির অবস্থান - 

  1. ১০ নং শ্রেণিতে                                 

  2. শূন্য শ্রেণিতে                 

  3. ১৭ নং শ্রেণিতে                          

  4. ১৮ নং শ্রেণিতে✅                              

১২. হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে অবস্থিত ?

  1. ১০            

  2. ১৭  ✅                                                                                           

  3. ১৮          

  4. ২                                                                                                                     

১৩. ক্ষার ধাতুগুলি পর্যায় সারণিতে অবস্থান করে- 

  1. ১ নং শ্রেণিতে ✅                 

  2. ২ নং শ্রেণিতে                        

  3. ৩ নং শ্রেণিতে 

  4. ১৭ নং শ্রেণিতে                   

১৪ . একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল- 

  1. কপার                     

  2. সোডিয়াম             

  3. ম্যাগনেশিয়াম   ✅         

  4. সিলভার 

১৫. একাধিক যোজ্যতা দেখা যায়- 

  1. ক্ষার ধাতুর           

  2. ক্ষারীয় মৃত্তিকা ধাতুর              

  3. হ্যালোজেনের  ✅                   

  4. সন্ধিগত মৌলের                 

১৬. Li,Na,K এর পারমানবিক ব্যাসার্ধের ক্রম হল- 

  1. Li > Na > K  

  2. Na > Li > K 

  3. K > Na > Li  ✅                    

  4. K > Li > Na                                           

১৭. কোন হ্যালোজেন মৌলটি কঠিন ?

  1. আয়োডিন✅ 

  2. ক্লোরিন                       

  3. ব্রোমিন 

  4. ফ্লুরিন                  

১৮. C, N, F, & O মৌলগুলিকে তড়িৎ-ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজালে হবে- 

  1. C > O > N > F                           

  2. F > N > O > C                                     

  3. C < O < N < F

  4. C < N < O < F✅

১৯. ২নং পর্যায়ের তীব্র জারণধর্মী মৌলটি হল- 

  1. O

  2. F   ✅       

  3. Cl               

  4. Br                        

২০. তীব্রতম তড়িৎ-ঋণাত্মক মৌলটি হল-  

  1. N                          

  2. O                        

  3. F   ✅                

  4. Cl                                        

২১. মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি হল- 

  1. গলনাঙ্ক        

  2. তড়িৎ-ঋণাত্মকতা                

  3. তেজস্ক্রিয়তা   ✅          

  4. জারণ-বিজারণ ধর্ম 

২২. মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ভর করে - 

  1. পারমাণবিক গুরুত্বের ওপর                 

  2. পারমাণবিক সংখ্যার ওপর ✅

  3. পারমাণবিক ব্যাসার্ধের ওপর                                   

  4. ঘনত্নের ওপর                  

২৩. আধুনিক পর্যায় সূত্রের ধারণা দেন- 

  1. ডোবেরিনার                     

  2. নিউল্যান্ড             

  3. মেন্ডেলিভ                  

  4. মোজলে ✅

২৪. আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহকে সাজানো হয়েছে -  

  1. ভরের বৃদ্ধি অনুসারে                        

  2. আয়তনের বৃদ্ধি অনুসারে                   

  3. ইংরেজি বর্ণমালার বর্ণানুক্রমে                 

  4. পারমাণবিক সংখ্যার বৃদ্ধি অনুসারে✅          

২৫. মেন্ডেলিভ তাঁর পর্যায় সারণিতে মৌলগুলিকে সাজান ক্রমবর্ধমান - 

  1. পারমাণবিক গুরুত্ব অনুসারে✅                                   

  2. ইলেক্ট্রন সংখ্যা অনুসারে               

  3. প্রোটন সংখ্যা অনুসারে                          

  4. নিউট্রন সংখ্যা অনুসারে                   

২৬. Be,Mg, Ca,Ba মৌলগুলিকে বলা হয় - 

  1. ক্ষারধাতু    

  2. ক্ষারীয় মৃত্তিকা ধাতু✅ 

  3. হ্যালোজেন    

  4. সন্ধিগত মৌল     

২৭. যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ- 

  1. বৃদ্ধি পায়✅   

  2. হ্রাস পায়   

  3. একই থাকে   

  4. কোনটিয় নয়  

২৮. কোনো পর্যায়ের প্রথম মৌল থেকে আরম্ভ করে ডান দিকে অগ্রসর হলে মৌলসমূহের বিজারণ ক্ষমতা- 

  1. বৃদ্ধি পায় 

  2. হ্রাস পায় ✅ 

  3. একই থাকে 

  4. কোনটিয় নয়  

২৯. পর্যায় সারণিতে কোনো একটি শ্রেণির ওপর থেকে নীচে নামলে মৌলসমূহের জারণ ক্ষমতা ক্রমশ- 

  1. হ্রাস পায় ✅ 

  2. বৃদ্ধি পায়   

  3. একই থাকে    

  4. কোনটিয় নয়     

৩০. নীচের কোন মৌলটি ক্ষার ধাতু নয় ?

  1. পটাশিয়াম   

  2. রুবিডিয়াম  

  3. বেরিলিয়াম✅   

  4. সিজিয়াম

৩১. হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা - 

  1. ১ ✅

  2. ২  

  3. শূন্য   

৩২. ১৮ নং শ্রেণির মৌলগুলির যোজ্যতা - 

  1. ১ 

  2. ২   

  3. শূন্য ✅   

৩৩. ৯, ১৭, ৩৫, ৫৩ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলে- 

  1. ক্ষার ধাতু 

  2. ক্ষারীয় মৃত্তিকা ধাতু    

  3. হ্যালোজেন✅ 

  4. নোবেল গ্যাস   

৩৪. ১৬ নং শ্রেণির মৌলগুলিকে বলে- 

  1. ক্ষার ধাতু 

  2. হ্যালোজেন  

  3. চ্যালকোজেন✅ 

  4. কোনটিয় নয় 

৩৫. ১৭ নং শ্রেণির মৌলগুলিকে বলে-  

  1. হ্যালোজেন ✅  

  2. নোবেল গ্যাস    

  3. ক্ষার ধাতু    

  4. মৃত্তিকা ধাতু     

৩৬. ১৮ নং শ্রেণির মৌলগুলিকে বলে- 

  1. হ্যালোজেন   

  2. নোবেন গ্যাস  ✅ 

  3. ক্ষার ধাতু   

  4. মুদ্রা ধাতু    

৩৭.নীচের কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক ?

  1. লিথিয়াম   

  2. সোডিয়াম    

  3. পটাশিয়াম     

  4. রুবিডিয়াম✅  

৩৮. Cu হল একটি- 

  1. ক্ষার ধাতু 

  2. মুদ্রা ধাতু  ✅

  3. নিস্কিয় গ্যাস 

  4. হ্যালোজেন মৌল     

৩৯. মুদ্রা ধাতু গুলি অবস্থিত ?

  1. ১০ নং শ্রেণিতে 

  2. ১৮ নং শ্রেণিতে 

  3. ১১ নং শ্রেণিতে ✅

  4. ৭ নং শ্রেণিতে 

40. অষ্টক সূত্রের প্রবর্তন করেন-  

  1. মেন্ডেলিভ   

  2. নিউল্যান্ড  ✅ 

  3. ডোবেরিনার 

  4. লোথারমেয়ার    

৪১. 4, 12, 20, 38 পরমাণু ক্রমাঙ্কবিশিষ্ট মৌলগুলিকে বলে- 

  1. ক্ষার ধাতু                           

  2. মুদ্রা ধাতু                        

  3. হ্যালোজেন                            

  4. ক্ষারীয় মৃত্তিকা ধাতু  ✅                         

৪২. কোনো পর্যায়ের কোন শ্রেণির মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম ?

  1. ১ নং শ্রেণি✅

  2. ২ নং শ্রেণি 

  3. ১৭ নং শ্রেণি  

  4. ১৬ নং শ্রেণি

৪৩. ক্ষারীয় মৃত্তিকা ধাতুর পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা- 

  1. ১ 

  2. ২ 

  3. ৩ ✅

  4. ৭ 

৪৪. ১৭ পরমাণু ক্রমাঙ্কবিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণিতে - 

  1. পর্যায় ২,শ্রেণি ১৮ 

  2. পর্যায় ৪,শ্রেণি ১৭

  3. পর্যায় ৩, শ্রেণি ১৭✅  

  4. পর্যায় ২, শ্রেণি ১৭  

৪৫. ১৮ পরমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটি কোন শ্রেণিতে অবস্থিত ?

  1. ১ 

  2. ১৭

  3. ১৮ ✅

46. নীচের কোন জোড়টি একই শ্রেণিভুক্ত ?

  1. Na , Mg 

  2. B, C

  3. N, O  

  4. O, S ✅

৪৭. নীচের কোন জোড়টি একই পর্যায়ভুক্ত ?

  1. Na, Ca 

  2. Na, Cl ✅

  3. Ca, Cl 

  4. Cl, Br 

৪৮. সবচেয়ে হালকা ধাতুটি কোন শ্রেণিতে অবস্থিত ?

  1. ১৮ নং 

  2. ১৭ নং 

  3. ১৩ নং 

  4. ১ নং  ✅

৪৯. নীচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস ? 

  1. হিলিয়াম ✅

  2. লিথিয়াম 

  3. সোডিয়াম 

  4. পটাশিয়াম  

৫০. কোনটি হ্যালোজেন মৌল নয় ?

  1. ক্লোরিন  

  2. ব্রোমিন 

  3. আয়োডিন 

  4. ক্রিপটন✅ 


Download Full PDF : CLICK HERE






3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন