রেলওয়ে গ্রুপ ডি বিজ্ঞান প্রশ্ন সেরা ৫০ টি

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। 


পর্যায় সারণি 50টি প্রশ্ন PDF: CLICK HERE


১. স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয় ?

  1. ভর                               

  2. ভার  ✅                         

  3. ভর এবং ভার                              

  4. কোনটিয় নয়                             


২. নিউটনের কোন সূত্রকে জাড্যের সূত্র বলে ?

  1. প্রথম সূত্র ✅      

  2. দ্বিতীয় সূত্র                    

  3. তৃতীয় সূত্র      

  4. সবগুলি                                                                                   

৩. কত ডিগ্রি সেন্টিগেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার ?

  1. 1°C                                                     

  2. 4°C ✅                                                      

  3. 2°C                                             

  4. 6°C                                                    

৪. 0°C এ বায়ু মাধ্যমে শব্দের বেগ কত ?

  1. 332 m/s   ✅                                           

  2. 232 m/s                                               

  3. 432 m/s                

  4. 632 m/s                                             

৫. এক ফার্মি = ? 

  1. 10^-10 m               

  2. 10^-15 m  ✅                                         

  3. 10^-12 m 

  4. 10^-9 m                                                 

৬. নীচের কোনটির মাত্রাহীন রাশি ?

  1. দ্রুতি 

  2. ক্ষমতা                                    

  3. ঘনত্ব 

  4. কোণ   ✅  

৭. বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে ?

  1. গতি শক্তি

  2. তাপ শক্তি                                  

  3. স্থিতি শক্তি ✅                      

  4. আলোক শক্তি                                           

৮. আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত ?

  1. 60%               

  2. 50%                                      

  3. 100%  ✅                                

  4. 75%                                                                          

৯. কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় ?

  1. জলে                                         

  2. বাতাসে                                                

  3. কাচে 

  4. শূন্যমাধ্যমে  ✅                                                   

১০. ফিউজ তারের উপাদান কী ?

  1. টিন                                    

  2. সিসা       

  3. নিকেল                                   

  4. টিন ও সিসা ✅                                         

১১. সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে- 

  1. পরিবহন পদ্ধতিতে                                  

  2. পরিচলন পদ্ধতিতে                  

  3. বিকিরণ পদ্ধতিতে   ✅                        

  4. কোনটিয় নয়                               

১২. শব্দের প্রাবল্যের একক হল- 

  1. জুল/সেমি            

  2. নিউটন                                                                                            

  3. ডেসিবল   ✅        

  4. ক্যান্ডেলা                                                                                                                     

১৩. প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোন গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত ?

  1. 22 L                  

  2. 22.4 L ✅                        

  3. 23.4 L 

  4. 23 L                    

১৪ . আলোর কোন ধর্মের জন্য বর্ণালি গঠিত হয় ?

  1. প্রতিসরণ                      

  2. বিচ্ছুরণ  ✅            

  3. প্রতিফলন          

  4. কোনটিয় নয়  

১৫. গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার জন্য কীরকম দর্পণ ব্যবহার করা হয় ?

  1. উত্তল ✅           

  2. অবতল               

  3. সমতল                    

  4. অসমতল                  

১৬. গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার হয় যা কোন নীতিতে চলে ?

  1. আর্কিমিডিস নীতিতে 

  2. টরিসলি নীতিতে 

  3. বারনৌলি নীতিতে                     

  4. পাস্কাল নীতিতে ✅                                           

১৭. গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে ?

  1. মিথেন  ✅

  2. ইথেন                        

  3. CFC  

  4. ফ্লুরিন                  

১৮. কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় - 

  1. মিথেন                            

  2. নাইট্রজেন                                      

  3. কার্বন মনোক্সাইড ✅

  4. সারফার ডাই অক্সাইড 

১৯. কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারি ?

  1. রেডন ✅

  2. সেলেনিয়াম      

  3. জেনন               

  4. হিলিয়াম                         

২০. কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় ?

  1. রুপা                          

  2. সোনা                         

  3. তামা                 

  4. পারদ    ✅                                     

২১. পিঁপড়ের হুলে পাওয়া যায় - 

  1. ফর্মিক অ্যাসিড ✅        

  2. ম্যালিক অ্যাসিড                 

  3. সাইট্রিক অ্যাসিড 

  4. কার্বোলিক অ্যাসিড 

২২. বেকিং পাউডার আসলে কী ? 

  1. সোডিয়াম নাইট্রেট                  

  2. সোডিয়াম অক্সালেট 

  3. সোডিয়াম সাইট্রেট                                    

  4. সোডিয়াম বাই কার্বনেট✅                    

২৩. কস্টিক সোডা আসলে কী ?

  1. সোডিয়াম বাই কার্বনেট                      

  2. সোডিয়াম সালফেট              

  3. সোডিয়াম ক্লোরেট                   

  4. সোডিয়াম হাইড্রোক্সাইড ✅

২৪. রান্নার গ্যাস হল -   

  1. CO + CO2                        

  2. CO2 + O2                    

  3. বিউটেন + প্রোপেন ✅                 

  4. মিথেন + ইথিলিন           

২৫. তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় ?

  1. গামা রশ্মি  ✅                                  

  2. UV রশ্মি                

  3. X রশ্মি                           

  4. ইনফ্রারেড রশ্মি                    

২৬. IC চিপ তৈরিতে ব্যবহৃত হয়- 

  1. Cr     

  2. Fe Oxide  

  3. Silica 

  4. Silicon ✅     

২৭. কোন কণার ভর সবচেয়ে কম ?

  1. আলফা রশ্মি    

  2. বিটা রশ্মি    

  3. প্রোটন    

  4. ফোটন ✅

২৮. কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রুণের বৃদ্ধতে সাহায্য করে ?

  1. ভিটামিন A 

  2. ভিটামিন E ✅

  3. ভিটামিন K  

  4. ভিটামিন C  

২৯. মামুষের করোটিক স্নায়ুর সংখ্যা হল- 

  1. ১২ টি 

  2. ৩১ টি

  3. ১২ জোড়া  ✅   

  4. ৩১ জোড়া      

৩০. মানবরক্তের, অক্সিজেন বাহক হল- 

  1. হিমোগ্লোবিন    ✅

  2. হিমোসায়ানিন   

  3. মিথেমোগ্লোবিন    

  4. কোনটিয় নয়  

৩১. কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয় ?

  1. ভিটামিন A 

  2. ভিটামিন D 

  3. ভিটামিন E  

  4. ভিটামিন C  ✅  

৩২. কোয়াশিওকোর কীসের অভাবে হয় ?

  1. ভিটামিন  

  2. প্রোটিন   ✅

  3. ফ্যাট 

  4. কার্বোহাইড্রেট    

৩৩. লালারসে প্রধানত কোন উৎসেচকটি ক্ষারিত হয় ?

  1. মলটেজ  

  2. মলটোজ 

  3. টায়ালিন  ✅

  4. পেপসিন 

৩৪. মানব দেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোনটি ?

  1. যকৃৎ  

  2. প্লিহা   ✅

  3. ডিওডেনাম  

  4. কোনটিয় নয় 

৩৫. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হল- 

  1. পিনিয়াল   

  2. পিটুইটারি    

  3. থাইরয়েড     

  4. হাইপোথ্যালামাস  ✅    

৩৬. নীচের কোনটি মিশ্র গ্রন্থি ?

  1. অগ্ন্যাশয়  ✅  

  2. যকৃৎ 

  3. পিটুইটারি    

  4. থাইরয়েড     

৩৭.যকৃৎ নীচের কোন রেচন পদার্থটি নির্গত করে ?

  1. বিলিরুবিন    

  2. বিলিভারডিন     

  3. লেসিথিন      

  4. সবকটি   ✅

৩৮. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় ?

  1. তামাক 

  2. সর্পগন্ধা ✅  

  3. চা  

  4. কুচেলা      

৩৯. কোন অঙ্গ কেবল অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে ?

  1. ফুলকা 

  2. প্লিহা ✅

  3. ফুসফুস 

  4. যকৃৎ 

40. রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত ?

  1. 14.5 gm/ml  ✅  

  2. 14.5 gm/100ml  

  3. 14.5 mg/ml 

  4. 14.5 mg/100ml     

৪১. একজন স্বাভাবিক ব্যাক্তির রক্তচাপ কত ?

  1. 100/70 mm Hg                            

  2. 100/120 mm Hg                         

  3. 120/80 mm Hg✅                             

  4. 80/120 mm Hg q                         

৪২. অম্নবৃষ্টির PH মাত্রা কত ?

  1. ৬ 

  2. ৭ 

  3. ৫.৬ এর কম ✅

  4. ৮.৬ এর বেশি 

৪৩. AIDS ভাইরাস হল একটি- - 

  1. DNA ভাইরাস  

  2. DNA অথবা RNA ভাইরাস 

  3. DNA এবং RNA ভাইরাস 

  4. RNA ভাইরাস ✅ 

৪৪. মামুষের মস্তিষ্কের আবরনীকে বলে  - 

  1. প্লুরা  

  2. মেনিনজেস ✅

  3. অ্যাক্সোলেমা 

  4. কোনটিয় নয় 

৪৫. কর্নিয়া কোথায় দেখা যায় ?

  1. নাসিকায় 

  2. চক্ষুতে ✅

  3. কর্ণে 

  4. জিহ্বায় 

46. মস্তিষ্কের কোন অংশ গমনে সহায়ক ?

  1. গুরুমস্তিষ্ক 

  2. লঘুমস্তিষ্ক ✅

  3. সুষুম্নাশীর্ষক 

  4. যোজক 

৪৭. মুত্রের রং হালকা হলুদ হয়__জন্য। 

  1. ইউরিয়া 

  2. হিমোগ্লোবিন 

  3. ইউরোক্রোমের✅

  4. ইউরিক অ্যাসিড  

৪৮. গ্যাসট্রিন হরমোন ক্ষারিত হয় __থেকে। 

  1. পাকস্থলি✅

  2. যকৃৎ

  3. অগ্নাশয় 

  4. অন্ত্র 

৪৯. Rh ফ্যাক্টর কে আবিষ্কার করেন ?

  1. উইলিয়াম হার্ভে

  2. এডওয়ার্ড জেনার  

  3. ল্যান্ডস্টেইনার  ✅

  4. কেউই নয়   

৫০. অস্টিওম্যালেশিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?

  1. ভিটামিন C  

  2. ভিটামিন D✅ 

  3. ভিটামিন A  

  4. ভিটামিন K 


Download PDF :CLICK HERE





Answer Key : 

1-b,2-a,3-b,4-a,5-b,6-d,7-c,8-c,9-d,10-d,11-c,12-c,13-b,14-b,15-a,16-d,17-a,18-c,19-a,20-d,21-a,22-d,23-d,24-c,25-a,26-d,27-d,28-b,29-c,30-a,31-d,32-b,33-c,34-b,35-d,36-a,37-d,38-b,39-b,40-a,41-c,42-c,43-d,44-b,45-b,46-b,47-c,48-a,49-c,50-b 


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post