Kolkata Police Constable Gk Question in Bengali
Kp Constable Gk 26 PDF : CLICK HERE
১. যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হল-
অগ্ন্যশয়
পিটুইটারি গ্রন্থি ✅
থাইরয়েড গ্রন্থি
অ্যাড্রিনাল গ্রন্থি
২. সবচেয়ে বেশি জন ঘনত্বপূ্র্ণ রাজ্যটি হল-
বিহার✅
মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ
উত্তরপ্রদেশ
৩. তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয় ?
1952
1977
2000
2005 ✅
৪. কোন শহরে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম অবস্থিত ?
লখনউ
চন্ডিগড়
দিল্লি ✅
আগ্রা
৫. কাকে বাদামি কয়লা বলে ?
অ্যানথ্রাসাইট
লিগনাইট✅
কোক
বিটুমিনাস
৬. VVPAT কীসের সাথে সম্পর্কিত ?
সাধারণ নির্বাচন ✅
উগ্রপন্থী কার্যকলাপ
মহাকাশ বিজ্ঞান
মোবাইল পরিষেবা
৭. The Future of India কার লেখা ?
বিমল জালান ✅
অমিতাভ ঘোষ
অনুরাগ মাথুর
দীপক চোপড়া
৮. গুরুজি নামে যিনি অধিক পরিচিত -
শিবু সোরেন
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলওয়ালকর ✅
গান্ধিজী
৯. DRDO কত সালে স্থাপিত হয় ?
1954
1958 ✅
1960
1964
১০. ক্ষুদ্রান্ত্র ও কিডনির মধ্যে সংযোগ রক্ষা করে-
রক্ত ✅
রক্তকণিকা
জল
কোনটিয় নয়
১১. ট্যানিন পাওয়া যায়-
হরিতকিতে ✅
আমলকিতে
বয়রাতে
আদাতে
১২. পঞ্চায়েতি রাজের ক্ষুদ্রতম একক-
গ্রাম পঞ্চায়েত✅
গ্রামসভা
খাপ পঞ্চায়েত
ন্যায় পঞ্চায়েত
১৩. ডাম্পিং শব্দটি যেটির সাথে যুক্ত -
আমদানি-রপ্তানি ✅
আয়কর
কালো টাকা
মুদ্রাস্ফীতি
১৪ . তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তক কে ?
তানসেন
আলবেরুনী
আমীর খসরু ✅
সৈয়দ আলাওল
১৫. কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ?
মাদার টেরেজা
ভগিনী নিবেদিতা
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ✅
লিন্ডা লি
১৬. কলিঙ্গ পুরষ্কার কেন দেওয়া হয় ?
সঙ্গীতের জন্য
বিজ্ঞানের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য ✅
খেলাধূলার বিশেষ কৃতিত্বের জন্য
সাহিত্যে বিশেষ অবদানের জন্য
১৭. আলমাটি বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
পাঞ্জাব
তামিলনাড়ু
কর্ণাটক✅
তেলেঙ্গানা
১৮. প্রথম মহাকাশ পর্যটক কে ?
গ্রেগরি ওলসেন
ইউরি গ্যাগারিন ✅
ডেনিস টিটো
মার্ক শাটলওয়ার্থ
১৯. পদক ও মুদ্রা সংক্রান্ত বিজ্ঞান কী নামে পরিচিত ?
Numismatics ✅
Nidology
Denology
Hyphology
২০. ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি ?
প্রাগ
ইংল্যান্ড
সোফিয়া
জাগ্রেব ✅
২১. নীচের কোন প্রাণী ডিম পাড়ে ?
একাইডনা✅
হাইড্রা
মিক্সোজোয়া
পেরিপেটাস
২২. হিমোগ্লোবিনের কাজ কী ?
O2 পরিবহন করা ✅
ব্যাকটেরিয়া ধ্বংস
অ্যানিমিয়া প্রতিরোধ
খাদ্য সরবরাহ
২৩. বায়োটিন হল -
ভিটামিন B9
ভিটামিন B6
ভিটামিন B7 ✅
ভিটামিন B5
২৪. নীচের কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল ?
লিথিয়াম
অ্যান্টিমনি
পারদ
ব্রোমিন✅
২৫. কোন যন্ত্র দিয়ে বিভেদপ্রভেদ মাপা হয় ?
ভোল্টমিটার✅
অ্যামিটার
মাইক্রোমিটার
কোনটিয় নয়
২৬. লোকসভার বিরোধী নেতা কার সমান পদমর্যাদা ভোগ করেন ?
কেন্দ্রীয় মন্ত্রী✅
রাজ্যপাল
হাইকোর্টের বিচারপতি
সুপ্রিমকোর্টের বিচারপতি
২৭. রাষ্ট্রপতি কার সুপারিশমতো জরুরি অবস্থা ঘোষণা করেন ?
প্রধানমন্ত্রী
উপরাষ্ট্রপতি
মন্ত্রীপরিষদ✅
স্পিকার
২৮. তারাই ও ডুয়ার্সের মাঝে কোন নদী প্রবাহিত ?
তিস্তা ✅
বালাসন
রঙ্গিত
জলঢাকা
২৯. উপকূলীয় অরণ্য অপর কী নামে পরিচিত ?
মৌসুমি অরণ্য
সরলবর্গীয় অরণ্য
ম্যানগ্রোভ অরণ্য ✅
চিরহরিৎ অরণ্য
৩০. দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ কী জন্য বিখ্যাত ?
কয়লা খনি
তামার খনি
সোনার খনি ✅
রুপোর খনি
৩১. কোন পর্বতশ্রেণি মণিপুর ও নাগাল্যান্ডকে পৃথক করেছে ?
আরকান
পাটকাই
মণিপুর
বারাইল✅
৩২. গোলাপি বিপ্লব সম্পর্কযুক্ত কার সঙ্গে ?
গম
পশু
চিংড়ি ✅
বাদাম
৩৩. কোন স্থান কাগজ শিল্পের জন্য বিখ্যাত ?
কোলার ✅
টিটাগড়
সিরপুর
গুয়াহাটি
৩৪. সৌর বিকিরণ পৃথিবীতে আসাকে বলে-
স্থলজ বিকিরণ
সৌররশ্মি
ইনসোলেশন ✅
শক্তির প্রতিসরণ
৩৫. পানাজি কোন নদীর তীরে অবস্থিত ?
পেরিয়ার
মান্ডভী ✅
কাবেরী
কৃষ্ণা
৩৬. কোন অধিবেশনে স্বরাজ্য দলের গঠন হয় ?
গয়া ১৯২২ ✅
বেলগাও ১৯২৪
ত্রিপুরা ১৯৩৯
কলকাতা ১৯১৭
৩৭.সর্বশেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ?
লর্ড ডালহৌসি
লর্ড ওয়াভেল
লর্ড ক্যানিং
লর্ড মাউন্টব্যাটেন ✅
৩৮. জেনারেল ডায়ার হত্যা হন -
১৯৪২ সালে
১৯৪০ সালে ✅
১৯৩৫ সালে
১৯২৯ সালে
৩৯. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয় ?
১৪ জুন ১৭৬১
১৪ জানুয়ারি ১৭৬১✅
১৪ জুলাই ১৭৬১
১৪ মার্চ ১৭৬১
40. কোনটি তুলসীদাসের লেখা ?
রাজতরঙ্গিনি
রামচরিত
রামচরিতমানস ✅
কাদম্বরী
Answer Key :
1-b,2-a,3-d,4-c,5-b,6-a,7-a,8-c,9-b,10-a,11-a,12-a,13-a,14-c,15-c,16-b,17-c,18-b,19-a,20-d,21-a,22-a,23-c,24-d,25-a,26-a,27-c,28-a,29-c,30-c,31-d,32-c,33-a,34-c,35-b,36-a,37-d,38-b,39-b,40-c
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।