August Month Full Monthly Current Affairs in Bengali
মুখ্যমন্ত্রী/রাজ্যপাল PDF : CLICK HERE
১. মুখ্যমন্ত্রী সারথী যোজনা লঞ্চ করলো-
উত্তরঃ ঝাড়খণ্ড
২. পশ্চিমবঙ্গের নতুন কটি জেলা ঘোষিত হল ?
উত্তরঃ ৭ টি
৩. Hungarian Grand Prix 2022 জিতলেন-
উত্তরঃ Max Verstappen (Belgium)
৪. VINBAX 2022 নামে সেনা মহড়া শুরু হলো-
উত্তরঃ ভারত ও ভিয়েতনাম এর মধ্যে
৫. Women's Euro 2022 টাইটেল জিতলো -
উত্তরঃ ইংল্যান্ড
৬. স্বামী বিবেকানান্দ যুব শক্তি স্কিম লঞ্চ করলো-
উত্তরঃ কর্ণাটক
৭. Women's FIH Hockey World Cup 2022 জিতলো-
উত্তরঃ নেদারল্যান্ডস
৮. দিল্লি পুলিশের কমিশনার পদে কে নিযুক্ত হলেন -
উত্তরঃ সঞ্জয় আরোরা
৯. Presidents Colours অ্যাওয়ার্ড পেলো-
উত্তরঃ তামিলনাড়ু পুলিশ
১০. সম্প্রতি ৮৩ বছর বয়সে মারা গেলেন বাঙ্গালী সঙ্গীত শিল্পী -
উত্তরঃ নির্মলা মিশ্র
১১. Al NAJAH-IV নামে মিলিটারি অনুশীলন শুরু করলো-
উত্তরঃ ভারত ও ওমান
১২. Press Information Bureau এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন -
উত্তরঃ সত্যেন্দ্র প্রকাশ
13. Distinguished Indologist for 2021 অ্যাওয়ার্ড জিতলেন-
উত্তরঃ কানাডার Jeffrey Armstong
১৪. Lockdown Lyrics শিরোনামে বই লিখলেন-
উত্তরঃ সংযুক্তা দাশ
১৫. Noise কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন -
উত্তরঃ ভানী কাপুর
১৬. লাদাখের কার্গিল জেলার দ্রাস শহরের point 5140 এর নাম রাখা হলো-
উত্তরঃ Gun Hill
১৭. সম্প্রতি মিনজর মেলা অনুষ্ঠিত হলো-
উত্তরঃ হিমাচল প্রদেশ
১৮. ICAR এর নতুন ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন -
উত্তরঃ হিমাংশু পাঠক
১৯. ITBP এর ডিরেক্টর জেনারেল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন-
উত্তরঃ ড. সুজয় লাল থাওসেন
২০. Pitch Black 2022 নামে বায়ুসেনা অনুশীলন শুরু করছে-
উত্তরঃ অস্ট্রেলিয়া
২১. Lion of the skies:Hardit Singh Malik বই লিখলেন-
উত্তরঃ স্টিফেন বার্কার
২২. Prime Minister's Office এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন -
উত্তরঃ শ্বেতা সিং
২৩. Central Vigilance Commissioner হিসাবে শপথ গ্রহণ করলেন -
উত্তরঃ সুরেশ এন.পাটেল
২৪. ভারতে মাংঙ্কিপক্স পরিস্থিতি দেখারজন্য গঠিত টাস্ক ফোর্সের প্রধান নিযুক্ত হলেন -
উত্তরঃ ভি কে পাল
২৫. Dr.C.Narayana Reddy National Literacy Award পেলেন-
উত্তরঃ প্রতিভা রায়
২৬. ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি নিযুক্ত হলেন -
উত্তরঃ উদয় উমেশ ললিত
২৭. Oil India Ltd এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন -
উত্তরঃ রঞ্জিত রথ
২৮. প্রথম ভারতীয় হিসাবে কমনওয়েলথ গেমস ২০২২ এ হাই জাম্প বিভাগে ব্রোঞ্জের পদক জিতলেন-
উত্তরঃ তেজস্বিন শংকর
২৯. ১৮ তম Yudh Abhyas নামে মিলিটারি অনুশীলনটি হলো-
উত্তরঃ ভারত এবং আমেরিকা
৩০. পাকিস্তান পুলিশের প্রথম মহিলা হিন্দু ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হলেন-
উত্তরঃ মনীষা রপেতা
৩১. IDF World Dairy Summit 2022 অনুষ্ঠিত হলো-
উত্তরঃ নিউ দিল্লি
৩২. Danuri নামে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করলো-
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
৩৩. মরণোত্তর "কর্ণাটক রত্ন" সম্মানে ভূষিত হচ্ছেন কোন অভিনেতা ?
উত্তরঃ পুনিত রাজকুমার
৩৪. Do Different : The Untold Dhoni বইটি লেখেন -
উত্তরঃ অমিত সিনহা এবং জয় ভট্টাচার্য
৩৫. ODI ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৮০০০ রান পূর্ন করলো-
উত্তরঃ তামিম ইকবাল
36. SAFF U-20 Championship জিতলো-
উত্তরঃ ভারত
৩৭. ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন-
উত্তরঃ জগদীপ ধনকর
38. How China Sees India and the world বই লিখলেন-
উত্তরঃ শ্যাম সরণ
৩৯. DREAMSS 2022 Award পেলেন-
উত্তরঃ সত্যনারায়ণন মুন্দায়ুর
৪০. 4th ONGC Para Games 2022 উদ্বোধন করলেন-
উত্তরঃ হারদীপ সিং পুরী
41. ভারতের প্রথম "হিমালয়ান মশলা বাগান" তৈরি হলো-
উত্তরঃ উত্তরাখণ্ডের রানিখেতে
৪২. কমনওয়েলথ গেমসে ভারত মোট পদক পেয়েছে -
উত্তরঃ ৬১ টি [ ২২-সোনা, ১৬-রুপো,২৩-ব্রোঞ্জ ]
৪৩. Unity Bank এর MD & CEO নিযুক্ত হলেন -
উত্তরঃ ইন্দারজির ক্যামোত্রা
৪৪. Miss India USA 2022 শিরোপ জিতলো-
উত্তরঃ আর্যা ওয়ালভেকার
৪৫. dPal rNgam Duston অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন-
উত্তরঃ দালাই লামা
৪৬. ভারতের ৭৫ তম দাবা গ্রান্ড মাস্টার হলেন -
উত্তরঃ ভি প্রনব
৪৭. International Chess Federation এর ডেপুটি প্রেসিডেন্ট হলেন-
উত্তরঃ বিশ্বনাথন আনন্দ
৪৮. কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন-
উত্তরঃ Gustava Petro
৪৯. Chevailer Award পেলেন -
উত্তরঃ কন্নন সুন্দরম
৫০. 2026 Chess Olympaid হোস্ট করবে-
উত্তরঃ উজবেকিস্থান
51. Vajra Prahar 2022 অনুশীলনটি হলো-
উত্তরঃ ভারত ও আমেরিকার মধ্যে
৫২. Washington Open 2022 সিঙ্গেল টাইটেল জিতলো-
উত্তরঃ পুরুষ--Nick Kyrgies (Australia)
মহিলা- Liudmila Samsonova(Rasia)
53. ICC Player of The Month Jully 2022 হলেন-
উত্তরঃ পুরুষঃ- Prabath Jayasuriya(Srilanmka)
মহিলাঃ- Emma Lamb (England)
54. পাপুয়া নিউগিরির প্রধানমন্ত্রী হলেন-
উত্তরঃ James Marape
৫৫. প্রথম ভারতীয় মনস্তাত্বিক হিসাবে Heritage Wall of Fame এ অন্তর্ভুক্ত হলেন-
উত্তরঃ রমাধর সিং
৫৬. 2021-22 AIFF Footballer of the year হলেন-
উত্তরঃ সুনীল ছেত্রী এবং মনীষা কল্যান
৫৭. 44th Chess Olympaid এ পুরুষ বিভাগে সোনা জিতলো-
উত্তরঃ উজবেকিস্থান
৫৮. বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রুণ তৈরি করলো-
উত্তরঃ ইজরায়েল
59. World Women Entrepreneurs Award 2022 জিতলেন-
উত্তরঃ সঙ্গীতা অভয়ন
৬০. Bravo Yadav শিরোনামে যোগেন্দ্র সিং এর জীবনী গ্রন্থ লিখলেন -
উত্তরঃ দীপক সিং
৬১. 44th Chess Olympaid এ মহিলা বিভাগে চ্যাম্পিয়ান হলো-
উত্তরঃ ইউক্রেন
৬২. ভারত রঙ্গ মহোৎসব উজ্জাপিত হলো-
উত্তরঃ মহারাষ্ট্রে
৬৩. Power Grid Corporation এর চিফ ফিনান্সিয়াল হলেন-
উত্তরঃ প্রমোদ কুমার
৬৪. 12th Defence Expo অনুষ্ঠিত হলো-
উত্তরঃ গুজরাটের গান্ধীনগর
৬৫. উত্তরাখন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন-
উত্তরঃ ঋষাভ পান্থ
৬৬. ফ্রান্সের সর্বোচ্চ নাগরীক সম্মান Chevalier de la Legion d'Honneur দ্বারা সম্মানিত হলেন-
উত্তরঃ শশী থারুর
67. UEFA Super Cup 2022 জিতলো-
উত্তরঃ Real Madrid
68. প্রথম khelo India Women's Hockey Leauge U-16 অনুষ্ঠিত হলো-
উত্তরঃ নিউ দিল্লি
৬৯. UdaraShakti নামে বায়ুসেনা অনুশীলন অনুষ্ঠিত হবে-
উত্তরঃ ভারত ও মালেশিয়া
৭০. প্রথম women's IPL অনুষ্ঠিত হবে-
উত্তরঃ ২০২৩ সালে
৭১. Lisbon Achievement Award পেলেন-
উত্তরঃ মারিনা তাবাসুম
৭২. Bharti Airtel কোম্পানির MD নিযুক্ত হলেন -
উত্তরঃ গোপাল ভিত্তাল
৭৩. আসামের চিফ সেক্রেটারি নিযুক্ত হলেন -
উত্তরঃ পবন কুমার বরঠাকুর
74.26th National Sports Climbing Championship হোস্ট করছে-
উত্তরঃ উত্তরাখণ্ড
৭৫. Big Bull নামে কে পরিচিত -
উত্তরঃ রাকেশ ঝুনঝুনবালা
76. 2nd North East Olympics 2022 Games হোস্ট করবে-
উত্তরঃ শিলং
৭৭. বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ তৈরি হলো-
উত্তরঃ জাম্মু কাশ্মীর (চেনাব নদী)
৭৮. 23rd India International Seafood Show হোস্ট করবে-
উত্তরঃ কলকাতা
৭৯. National Intelligence Grid এর CEO হিসাবে নিযুক্ত হলেন-
উত্তরঃ পিয়ুষ গোয়েল
৮০. কমিয়ার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন-
উত্তরঃ William Ruto
৮১. Putin : His Life & Times নামে জীবনী গ্রন্থ লিখলেন-
উত্তরঃ Philip Short
82. Make India No 1 মিশন লঞ্চ করলেন-
উত্তরঃ অরবিন্দ কেজরীয়াল
৮৩. Vostok 2022 নামে মিলিটারি ড্রিল অনুষ্ঠিত হবে-
উত্তরঃ রাশিয়া
৮৪. Sitare-e-Imtiaz সম্মান পেলেন-
উত্তরঃ বাবার আজম
৮৫. IFFM Award 2022 সেরা অভিনেতা এবং অভিনেত্রী হলেন-
উত্তরঃ অভিনেতাঃ- রণবীর সিং
অভিনেত্রীঃ- শেফালী শাহ
৮৬. ভারতের প্রথম রাজ্য হিসাবে Har Ghar Jal সার্টিফিকেশন পাচ্ছে -
উত্তরঃ গোয়া
৮৭. মহারাষ্ট্রের অফিশিয়াল খেলার স্বীকৃতি পেল-
উত্তরঃ Dahi-Handi
88. FIBA U-18 Women’s Asian Basketball Championship হোস্ট করবে-
উত্তরঃ বেঙ্গালুরু
৮৯. বয়স্ক নাগরিকদের জন্য goodfellows নামে স্টার্ট আপ লঞ্চ করলেন-
উত্তরঃ রতন টাটা
৯০. Bibi: My Story শিরোনামে আত্মজীবনী লিখলেন -
উত্তরঃ Benjamin Netanyahu
৯১. High Level UN Internet Panel এ নিযুক্ত হলেন ভারতের-
উত্তরঃ অলকেশ কুমার
৯২. সম্প্রতি ভারতের ১০৬ তম ইউনিকর্ন হলো-
উত্তরঃ Shiprocket কোম্পানি
৯৩. Madam Sir :The Story of Bihar's First Lady IPS Officer আত্মজীবনী লিখলেন -
উত্তরঃ মঞ্জরী জারুহার
৯৪. 65th Commonwealth Parliamentary Conference অনুষ্ঠিত হবে-
উত্তরঃ কানাডায়
৯৫. সম্প্রতি প্রায়াত সমর ব্যানার্জি ছিলেন -
উত্তরঃ ফুটবল খেলোয়াড়
৯৬. ২০২৩ সালে ১৭তম প্রবাসী ভারতীয় দিবস হোস্ট করবে-
উত্তরঃ মধ্যপ্রদেশের ইন্দোর শহর
৯৭. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন-
উত্তরঃ রাজেশ বর্মা
৯৮. চন্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে -
উত্তরঃ ভগৎ সিং এর নামে
৯৯. Sultan Azlan Shah Cup 2022 অনুষ্ঠিত হবে-
উত্তরঃ মালেশিয়ায়
১০০. Bajaj Electricals এর CEO এবং MD পদে নিযুক্ত হলেন-
উত্তরঃ অনুজ নারায়ণ
১০১. 9th Asian Textiles Conference অনুষ্ঠিত হবে-
উত্তরঃ নিউ দিল্লি
১০২. সম্প্রীতি কোথাকার মিথিলা মাখনা GI Tag পেল-
উত্তরঃ বিহারের
১০৩. জতক সেবা নামে নতুন পোর্টাল লঞ্চ করলো-
উত্তরঃ পশ্চিমবঙ্গ
১০৪. U-20 World Wrestling Championship এ প্রথম ভারতীয় মহিলা রেসলার হিসাবে সোনা জিতলেন-
উত্তরঃ অন্তিম পানঘাল
১০৫. paytm এর MD & CEO পুনরায় নির্বাচিত হলেন-
উত্তরঃ বিজয় শেখর শর্মা
১০৬. Asia's Best Employer Brand Award জিতলো-
উত্তরঃ NTPC কোম্পানি
১০৭. 14th Asian U-18 Championship এ ভারতীয় পুরুষ ভলিবল টিম__মেডেল জিতলো।
উত্তরঃ ব্রোঞ্জ
১০৮. National Institute of Immunology এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন -
উত্তরঃ দেবাশীষ মোহান্তি
১০৯. যুক্তরাজ্যে(UK) ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন-
উত্তরঃ বিক্রম ডরাইস্বামী
১১০. সম্প্রতি Disney+Hotstar কোম্পানির হেড হিসাবে নিযুক্ত হলেন-
উত্তরঃ সাজিথ সিভানন্দন
111. 23rd Central Zonal Council Meeting অনুষ্ঠিত হলো-
উত্তরঃ ভোপালে
১১২. 2022 Liberty Medal দ্বারা সম্মানিত হলেন-
উত্তরঃ Volodymyr Zelensky
113. Tomato Flu নামে নতুন ভাইরাস ছড়াছে কোথায় ?
উত্তরঃ ভারতে
১১৪. Pulitzer Prize 2022 জিতলেন -
উত্তরঃ বাংলাদেশর ফাহমিদা আজিম
১১৫. National Security Guard এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন -
উত্তরঃ প্রবীণ ছাবরা
১১৬. Women's Equality Day পালন করা হয় -
উত্তরঃ ২৬ শে আগস্ট
থিম: Hard Won…Not Done
১১৭. UNESCO Peace Prize 2022 জিতলেন -
উত্তরঃ Angela Merkel
১১৮. DreamSetGo কোম্পানির প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন-
উত্তরঃ সৌরভ গাঙ্গুলি
১১৯. DRDO এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন -
উত্তরঃ সমীর ভি কামাত
১২০. IMF এ ভারতের জন্য একজিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন-
উত্তরঃ কে ভি সুব্রমনিয়াম
১২১. 28th Dhabi Masters Chess Tournament জিতলেন-
উত্তরঃ অর্জুন ইরিগাইসি
১২২. ৩১তম ব্যাস সম্মান পেলেন হিন্দি লেখক-
উত্তরঃ আসঘার বাজহাট
১২৪. প্রথম ভারতীয় হিসাবে Diamond League এ সোনার মেডেল জিতলেন-
উত্তরঃ নিরাজ চোপড়া
১২৫. UEFA Player of the Year Award জিতলেন-
উত্তরঃ ফ্রান্সের Karim Benzema এবং স্পেনের Alexia Putellas
১২৬. Asia Cup 2022 কোথায় শুরু হলো-
উত্তরঃ দুবাই
২২৭. সম্প্রতি খাদি উৎসব অনুষ্ঠিত হলো কোথায় ?
উত্তরঃ গুজরাটের আহমেদাবাদে
১২৮. "লিখে কিছু হয় না" কবিতার জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার ২০২২ পেলেন-
উত্তরঃ সুমন পাতারী
১২৯. IDFC limited এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন-
উত্তরঃ মহেন্দ্র শাহ
১৩০. ভারতের প্রথম Earthquake Memorial এর উদ্বোধন করা হলো-
উত্তরঃ গুজরাটে
১৩১. 2022 Belgian F1 Grand Prix জিতলেন-
উত্তরঃ Max Verstappen
132. Miss Diva Universe 2022 শিরোপ জিতলেন-
উত্তরঃ দিবিতা রাই
১৩৩. সার্বিয়ার প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন -
উত্তরঃ Ana Brnabic
১৩৪. ইসকন মন্দির তৈরি হচ্ছে কোথায় -
উত্তরঃ পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়
১৩৫. Bloomberg Billionaires Index 2022 প্রথম স্থানে আছে -
উত্তরঃ এলন মাস্ক
[২য়-জেফ বেজস, ৩য়- গৌতম আদানি ]
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।