Kp Constable Gk in Bengali // Gk for kp constable exam 2022
Kp Constable Class 25: CLICK HERE
১. অশোক কত খ্রিঃ পূঃ সিংহাসনে বসেন ?
২৭৩ ✅
২৬১
২৬৫
২৩৭
২. নীচের কাকে পল্লী কবি বলা হয় ?
মুকুন্দ দাস
কালিদাস রায়
কুমুদরঞ্জন মল্লিক ✅
মুকুন্দরাম চক্রবর্তী
৩. কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
পশ্চিমবঙ্গ
গুজরাট
রাজস্থান
ছত্তিসগড় ✅
৪. হলদিঘাটের যুদ্ধ কবে হয় ?
১৫৪০
১৫৭৬ ✅
১৫৭০
১৫৮৬
৫. মুক্তার শহর কাকে বলা হয় ?
সুরাট
হাওড়া
কোয়েম্বাটুর
হায়দ্রাবাদ ✅
৬. বিজু পাটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত -
মণিপুর
লক্ষ্ণৌ
ওড়িশা✅
ঝাড়খন্ড
৭. খাসি উপজাতি বসবাস করে-
ছত্তিসগড়
অন্ধ্রপ্রদেশ
আসাম ✅
মেঘালয়
৮. চারমিনার কে নির্মাণ করেণ -
আকবর
শাহজাহান
কুতুবউদ্দিন আইবক
মহম্মদ কুলি কুতুবশাহ ✅
৯. ভাকরা বাঁধ কোন নদীতে অবস্থিত ?
চম্বল
শতুদ্রু ✅
কংসাবতী
কুমারী
১০. নীচের কোন উৎসেচকটি লালারসে উপস্থিত ?
পেপসিন
ট্রিপসিন
টায়ালিন ✅
কোনটিয় নয়
১১. আবদুর রাজ্জাক কার সময় কালে ভারতে আসেন-
দ্বিতীয় দেবরায় ✅
কৃষ্ণদেব রায়
চন্দ্রগুপ্ত মৌর্য
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১২. সি ইউ কি গ্রন্থটি কার লেখা ?
জয়দেব
ফা হিয়েন
হিউয়েন সাঙ ✅
তুলসীদাস
১৩. ভিটামিন M এর রাসায়নিক নাম কি ?
ফলিক অ্যাসিড✅
নিয়াসিন অ্যসিড
অ্যাসকর্বিক অ্যাসিড
কোনটিয় নয়
১৪ . বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত -
ব্যাডমিন্টন
জিমন্যাস্টিকস
ওয়েটলিফটিং
ফ্রিস্টাইল রেসলিং✅
১৫. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উমেশচন্দ্র বন্দ্যোপাধায় ✅
জওহরলাল নেহেরু
গোপালকৃষ্ণ গোখলে
রাজেন্দ্র প্রসাদ
১৬. আয়তনের হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ?
রাশিয়া
কানাডা ✅
আমেরিকা
চিন
১৭. গান্ধীবুড়ি কাকে বলা হয় ?
সরোজিনী নাইডু
মাতঙ্গিনী হাজরা✅
অ্যানি বেসান্ট
মাদার টেরেসা
১৮. নীচের কোনটি ক্ষয়জাত পর্বত নয় ?
হিমালয় ✅
আরাবল্লী
পরেশনাথ
পূর্বঘাট
১৯. অরণ্যের অধিকার বইটি কার লেখা ?
সত্যজিৎ রায়
তসলিমা নাসরিন
রবীন্দ্রনাথ ঠাকুর
মহাশ্বেতা দেবী ✅
২০. The International Court of Justice এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
নেদারল্যান্ডস✅
ফ্রান্স
ওয়াশিংটন ডি সি
নিউ ইয়র্ক
২১. পাট্টা ও কবুলিয়াৎ কে প্রবর্তন করেন ?
আকবর
ঔরঙ্গজেব
শিবাজী
শেরশাহ ✅
২২. যে শাখায় কলার অণুবীক্ষণিক গঠন আলোচনা করা হয় -
অরোলজি
অস্টিওলজি
হিস্টোলজি ✅
সেরোমোলজি
২৩. বারদৌলী কৃষক বিদ্রোহ কবে সংঘটিত হয় ?
১৯২২ খ্রীঃ
১৯২৫ খ্রীঃ
১৯২৮ খ্রীঃ ✅
১৯৩১ খ্রীঃ
২৪. ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
বালগঙ্গাধর তিলক
এম জি রানাডে
জি কে গোখলে✅
সাভারকর
২৫. নীচের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?
মালদা
নদীয়া ✅
মুর্শিদাবাদ
পুরুলিয়া
২৬. যে খাদ্যে থেকে সবথেকে বেশি ক্যালরি পাওয়া যায়-
প্রোটিন
ফ্যাট ✅
জল
কার্বোহাইড্রেট
২৭. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে ?
ভারত-চিন ✅
ভারত-নেপাল
ভারত-ভূটান
ভারত-পাকিস্তান
২৮. কোন আইনের দ্বারা ব্রিটিশ ভারতে সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয় ?
চার্টার আইন, ১৮১৩
রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ ✅
ভারতশাসন আইন ১৮৫৮
পিটের আইন ১৭৮৪
২৯. কোন বড়োলাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বতীকালীন সরকার গঠিত হয় ?
ওয়াভেল ✅
হেস্টিংস
মাউন্টব্যাটেন
মেকলে
৩০. যে দেশের অনুকরণে ভারতীয় শাসনতন্ত্রে পার্লামেন্টারি শাসনব্যবস্থার রুপায়ণ ঘটেছে -
ফ্রান্স
ব্রিটেন ✅
কানাডা
সুইডেন
৩১. সংবিধানে রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে বিস্তারিত উল্লেখ পাওয়া যায় -
১ নং ধারায়
১-৪ নং ধারায় ✅
৫-৮ নং ধারায়
৬-১০ নং ধারায়
৩২. সংবিধানের কোন অংশে নাগরিকতা বিষয়ক ধারাগুলির উল্লেখ আছে ?
চতুর্থ অংশ
তৃতীয় অংশ
দ্বিতীয় অংশ ✅
প্রথম অংশ
৩৩. সংবিধানের কত নং ধারায় সম্পত্তির অধিকার স্বীকৃতি পেয়েছে ?
300(A) ✅
300(B)
330
301
৩৪. ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন করেন-
রাষ্ট্রপতি
দেশের জনগণ
রাজ্যসভার সদস্যগণ
লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ ✅
৩৫. কার ইচ্ছানুসারে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যগণ নিজ নিজ পদে বহাল থাকেন ?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী ✅
লোকসভার অধ্যক্ষ
সুপ্রিমকোর্টের চিফ জাস্টিস
৩৬. 2026 Chess Olympiad হোস্ট করবে-
ভারত
চীন
বাংলাদেশ
উজবেকিস্থান✅
৩৭.পুরুষ বিভাগে জুলাই ২০২২ ICC Player of The Month হলেন ?
Virat Kohli
Joe Root
Mahila Parishad
Prabath Jayasuriya✅
৩৮. নরেন্দ্র মোদি কোথায় 2G Ethanol Plant এর উদ্বোধন করলো-
পাঞ্জাব
হরিয়ানা ✅
কেরলা
গোয়া
৩৯. International Chess Federation এর ডেপুটি প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন -
নরেন্দ্র মোদি
বিশ্বনাথন আনন্দ ✅
দালাই লামা
ভি. প্রণব
40. ফ্রান্স সরকারের থেকে Chevalier Award দ্বারা সম্মানিত হলেন -
ভি. প্রণব
বিশ্বনাথ আনন্দ
কন্নন সুন্দরম✅
ইন্দারজির
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।