বর্তমান ভারতে কে কোন পদে আছে।

বর্তমানে ভারতের কে কোন পদে আছে। এই টপিক টা সাধারণ জ্ঞান এবং চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 


[ সম্প্রতি প্রায়াত তালিকাঃ CLICK HERE ]

১. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে হলেন ?

  1. রামনাথ কোবিন্দ 

  2. দ্রৌপদী মুর্মু ✅ 

  3. জগদীপ ধনকর    

  4. ভেঙ্কাইয়া নাইডু                      

২. ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন কে ?

  1. দ্রৌপদী মুর্মু          

  2. রামনাথ কোবিন্দ            

  3. ভেঙ্কাইয়া নাইডু              

  4. জাগদীপ ধনকর ✅                                               

৩. ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে ?

  1. নরেন্দ্র মোদি ✅     

  2. আমিত শাহ     

  3. মমতা ব্যানার্জি

  4. য়োগি আদিত্যনাথ     

৪. বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে ?

  1. সুশীল চন্দ্র  

  2. অশোক লাভাসা               

  3. রাজীব কুমার ✅

  4. কোনটিয় নয় 

৫. ভারতের ৪৯ তম সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হলেন ?

  1. এন ভি রামানা 

  2. উদয় উমেশ ললিত ✅  

  3. টি বি রাধাকৃষ্ণণ 

  4. ভি আর চৌধুরী                                        

৬. বর্তমান ভারতের সেনা প্রধান কে ? 

  1. মনোজ পান্ডে ✅    

  2. কর্মবীর সিং       

  3. ভি আর চৌধুরী        

  4. পঙ্কজ কুমার            

৭.বর্তমান ভারতের নৌসেনা প্রধান কে ?

  1. ভি আর চৌধুরী    

  2. মনোজ মুকুন্দ                             

  3. কর্মবীর সিং  ✅  

  4. কুলদিপ সিং           

৮.ভারতের বর্তমান বায়ু সেনার প্রধান কে ?

  1. ভি আর চৌধুরী  ✅

  2. শক্তিকান্ত দাস    

  3. কর্মবীর সিং               

  4. অজয় কুমার                                         

৯. ভারতের বর্তমান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে ?

  1. অজশ কুমার  

  2. কুলদিপ সিং           

  3. শক্তিকান্ত দাস  ✅      

  4. কোনটিয় নয়    

১০.  ভারতে বর্তমান লোকসভা স্পিকার কে ?

  1. ওম বিড়লা    ✅  

  2. পি কে মিশ্র       

  3. তুষার মেহতা 

  4. উৎপল কুৃমার        

১১. বর্তমান BSF এর ডিরেক্টর জেনারেল কে ?

  1. পঙ্কজ কুমার সিং ✅           

  2. তপন কুমার ঠেকা  

  3. সুবোধ কুমার জইসয়াল   

  4. কুলদিপ সিং 

১২. IB এর বর্তমান ডিরেক্টর হলেন কে ?

  1. পঙ্কজ কুমার             

  2. তপন দেকা ✅       

  3. সুবোধ কুমার                                                                                   

  4. বর্ধন সিং                                                                                       

১৩. CBI এর বর্তমান ডিরেক্টর কে ?

  1. অজয় কুমার ভাল্লা  

  2. যশোবর্ধন কুমার সিং                   

  3. সুবোধ কুমার জাইসয়াল  ✅  

  4. সুজন লাল থাওসেন   

১৪ . CRPF এর বর্তমান ডিরেক্টর কে ?

  1. কুলদিপ সিং  ✅                         

  2. অজয় কুমার  

  3. শীল বর্ধন      

  4. তুষার মেহতা      

১৫. বর্তমানে SSB এর ডিরেক্টর কে ?

  1. শীল বর্ধন সিং         

  2. উৎপল কুমার সিং     

  3. সুজন লাল থাওসেন✅ 

  4. পি কে মিশ্র    

১৬. বর্তমানে CISF এর ডিরেক্টর জেনারেল কে ?

  1. সঞ্জয় আরোরা  

  2. কুলদিপ সিং   

  3. শীল বর্ধন সিং  ✅       

  4. উৎপল কুমার সিং                                                  

১৭. বর্তমান ITBP এর ডিরেক্টর কে ?

  1. অজিত দোভাল  

  2. তুষার মেহতা      

  3. কে কে বেনুগোপাল    

  4. সুজন লাল থাওসেন   ✅                                               

১৮.ভারতের বর্তমান চিফ ইনফরমেশন কমিশনার কে ?

  1. অজয় কুমার ভাল্লা  

  2. কে কে বেনুগোপাল  

  3. যশোবর্ধন কুমার সিং ✅  

  4. উৎপল কুমার সিং           

১৯. ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি কে ?

  1. অজয় কুমার   ✅ 

  2. গিরিশচন্দ্র মুর্মু              

  3. তুষার মেহতা    

  4. পি কে মিশ্রা                                                  

২০. ভারতের বর্তমান হোম সেক্রেটারি কে ?

  1. কে কে বেনুগোপাল    

  2. পি কে মিশ্রা 

  3. অজয় কুমার ভাল্লা✅    

  4. কোনটিয় নয় 

২১. ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে ?

  1. কে কে ভেনুগোপাল  ✅

  2. গিরিশচন্দ্র মুর্মু         

  3. অজয় কুমার     

  4. তুষার মেহতা     

২২. ভারতের বর্তমান সলিসিটার জেনারেল কে ?

  1. পি কে মিশ্রা   

  2. তুষার মেহতা✅  

  3. অজিত দোভাল 

  4. কোনটিয় নয় 

২৩. ভারতের বর্তমান CAG কে ?

  1. অজিত গোয়েল      

  2. তুষার মেহতা    

  3. গিরিশচন্দ্র মুর্মু ✅

  4. কোনটিয় নয় 

২৪. বর্তমান DRDO এর চেয়ারম্যান কে ?  

  1. গি.সতীশ রেড্ডি✅  

  2. এস. সোমানাথ   

  3. পি কে মিশ্রা   

  4. গণেশ কুমার 

25. বর্তমান ISRO এর চেয়ারম্যান কে ? 

  1. কে সিভাম  

  2. এস.সোমানাথ  ✅

  3. ড. জাইসয়াল  

  4. ড. সারুখে 

26. ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে ? 

  1. অজিত দোভাল ✅

  2. তুষার মেহতা 

  3. পি কে মিশ্রা 

  4. উৎপল কুমার 

27. বর্তমান RAW এর সেক্রেটারি জেনারেল কে ? 

  1. দিনকার গুপ্ত 

  2. পি কে মিশ্রা 

  3. তুষার মেহতা 

  4. সামন্ত গোয়েল ✅

28. বর্তমান NIA এর ডিরেক্টর জেনারেল কে ? 

  1. দিনকার গুপ্তা ✅

  2. উৎপল কুমার 

  3. তুষার মেহতা 

  4. পি কে মিশ্রা 

২৯. বর্তমান ভারতের লোকসভার সেক্রেটারি কে ? 

  1. পি কে মিশ্রা 

  2. তুষার মেহতা 

  3. শীল বর্ধন সিং 

  4. উৎপল কুমার সিং ✅

৩০. প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব কে ?

  1. পি কে মিশ্রা ✅

  2. তুষার মেহতা 

  3. অজিত দোভাল 

  4. অজয় কুমার 

৩১. নীচের কে প্রধানমন্ত্রীর বর্তমান উপদেষ্টা ? 

  1. ধানকর গুপ্ত 

  2. অজিত কুমার 

  3. অমিত খারে ✅

  4. কোনটিয় নয় 

৩২. বর্তমান UPSC এর চেয়ারম্যান কে ?

  1. মনোজ সোনী ✅

  2. সুৃমন বেরি 

  3. তুষার মেহতা 

  4. পি কে মিশ্রা 

৩৩. NITI Aayog এর চেয়ারম্যান কে ? 

  1. নরেন্দ্র মোদি ✅

  2. মনোজ সোনী 

  3. সুমন বেরি 

  4. অমিত খারে 

৩৪. NITI Aayog এর বর্তমান CEO কে ? 

  1. সুমন বেরি 

  2. অনুশ্রী প্রামানিক 

  3. মনোজ মুকুন্দ দাস 

  4. পরমেশ্বরণ আইয়ার ✅

35. BCCI এর বর্তমান প্রেসিডেন্ট কে ? 

  1. সৌরভ গাঙ্গুলি ✅

  2. জয় শাহ

  3. সুমন বেরি 

  4. বিরাট কোহলি 


Download PDF : CLICK HERE 





3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post