RRB Group D Current Affairs in Bengali

Current Affairs for Railway Group D Exam 2022 


[ বর্তমান কে কোন পদে আছে PDF : CLICK HERE

১. Amazon এর CEO হলেন- 


উত্তরঃ Andy Jassy 


২. পশ্চিমবঙ্গের নতুন শিক্ষা মন্ত্রী হলেন ?


উত্তরঃ ব্রাত্য বসু 


৩. TCS এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হলেন ?


উত্তরঃ সমীর সেক্সারিয়া  



৪. Order of Rising Sun সম্মানে ভূষিত হলেন- 


উত্তরঃ শ্যামলা গণেশ 


৫. UNESCO World Press Freedom Prize 2021 দ্বারা সম্মানিত হলেন - 


উত্তরঃ Maria Ressa 



৬. দাদা সাহেব ফালকে ২০২১ সেরা সিনেমা ?


উত্তরঃ Tanhaji



৭. Arline Pacht Global Vision Award 2021 দ্বারা সম্মানিত হলেন- 


উত্তরঃ গীতা মিত্তাল 



৮. World Food Prize 2021 জিতলেন - 


উত্তরঃ শকুন্তলা হারেকসিং থিলস্টেড  



৯. 15th Sheikh Zayed Book Award পেলেন- 


উত্তরঃ তাহেরা কুতুবুদ্দিন 



১০. 2021 Billboard Music Awards এ আইকন অ্যাওয়ার্ড পেলেন- 


উত্তরঃ Alecia Beth Moore 



১১. New York City International Film Festival এ সেরা অভিনেতা হলেন- 


উত্তরঃ অনুপম খের  



১২. 69th Miss Universe 2020 শিরোপা জিতলেন - 


উত্তরঃ Andrea Meza   


13. India Biodiversity Award 2021 জিতলো- 


উত্তরঃ শাজি এন. এম           



১৪. Templeton Prize 2021 জিতলেন- 


উত্তরঃ jane Goodall

 


১৫. আয়ুষ্মান ভারত স্কিমের বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করলো-  


উত্তরঃ কর্ণাটক    



১৬. International Hockey Federation(FIH) এর প্রেসিডেন্ট হলেন- 


উত্তরঃ নারিন্দার বাত্রা  


১৭. Spanish Grand Prix 2021 শিরোপা জিতলেন- 


উত্তরঃ Jack Miller  


১৮. April মাসের ICC Player of the Month হলেন - 


উত্তরঃ  পুরুষ- বাবর আজম // মহিলা- Alyssa Healy 



১৯. Passage নামক নেভি অনুশীলনটি হলো- 


উত্তরঃ ভারত ও ইন্দোনেশিয়ার সঙ্গে 


২০. Bengal 2021: An Election Diary- বইটি কে লিখলেন ?


উত্তরঃ দীপ হালদার     


২১. Sach Kahun Toh আত্মজীবনী কে লিখছেন ?


উত্তরঃ নীনা গুপ্ত 



২২. Buddha in Gandhara বইটি কে লিখলেন ?


উত্তরঃ সুনিতা দ্বিবেদী 


২৩. Nehru,Tibet and China বইটি লিখলেন - 


উত্তরঃ অবতার সিং ভাসিন 


২৪. Oxygen on Wheels ইনিশিয়েটিভ লঞ্চ করলো- 


উত্তরঃ হরিয়ানা 



২৫. "বাল সেবা যোজনা" লঞ্চ করলো- 


উত্তরঃ উত্তরপ্রদেশ   


২৬. "স্মাট কিচেন স্কিম" লঞ্চ করলো- 


উত্তরঃ কেরলা   


২৭. "লক্ষ্মী ভান্ডার প্রকল্প" - লঞ্চ করলো-  


উত্তরঃ পশ্চিমবঙ্গ  


২৮. Asian Boxing Championship 2021 অনুষ্ঠিত হলো- 


উত্তরঃ  সংযুক্ত আরব আমিরাত   


২৯. 2021 AIBA Men's World Boxing Championship অনুষ্ঠিত হলো- 


উত্তরঃ সার্বিয়ার রাজধানী বেলগ্রেড        



৩০. Rugby World Cup 2021 হোস্ট করলো- 


উত্তরঃ নিউজিল্যান্ড


৩১. Yaogan-34 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো- 


উত্তরঃ চীন 



৩২. ঘূর্ণিঝড় "যশ" এর নামকরণ করেছে  -


উত্তরঃ ওমান    


৩৩. বিশ্বের প্রথম দেশ হিসাবে সিন্থেটিক গাঁজা ব্যান করলো- 


উত্তরঃ চীন 


৩৪. Simorgh নামে সুপার কম্পিউটার তৈরি করলো- 


উত্তরঃ ইরান      



৩৫. ২০২৩ সালে চাঁদে জলের অনুসন্ধানের জন্য VIPER নামে মোবাইল রোবট প্রেরণ করবে- 


উত্তরঃ NASA 



36. পাঞ্জাবের ২৩তম জেলা হিসাবে ঘোষিত হলো-


উত্তরঃ মালেরকোটলা 



৩৭. GoAir এর নাম পরিবর্তন করে কি রাখা হলো-


উত্তরঃ Go First 


38. ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রোগ হিসাবে ঘোষণা করলো-


উত্তরঃ রাজস্থান 


৩৯. মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হলো ?  


উত্তরঃ বলবীর সিং সিনিয়ারের নামে 



৪০. HIT Covid অ্যাপ লঞ্চ করলো-


উত্তরঃ বিহার 


Download Full PDF : CLICK HERE 






3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post