Kp Constable Gk Question in Bengali // Kolkata Police Constable Exam 2022
KP Constable Gk Set 22: CLICK HERE
১. মেঘালয়ের রাজধানী কোনটি ?
শিলং✅
ইম্ফাল
আইজল
কোহিমা
২. আফগানিস্থানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
গোঁসাইনাথ
কেওক্রাডাং
নোশাক ✅
তিরচমির
৩. লুনী নদীর উৎপত্তি কোথায় ?
অমরকন্টক শৃঙ্গ
মহাকল পর্বত
আরাবল্লী পর্বত ✅
পশ্চিমঘাট পর্বত
৪. ভারতের নায়াগ্রা জলপ্রপাতি কোন রাজ্যে অবস্থিত ?
ছত্তিসগড় ✅
মধ্যপ্রদেশ
ঝাড়খন্ড
ওড়িশা
৫. নীচের কোনটি পশ্চিমবঙ্গের নয় ?
সিঙ্গালিলা
নন্দাদেবী✅
জলদাপাড়া
গরুমারা
৬. চা উৎপাদনে ভারতের স্থান কত ?
১ ম
২ য় ✅
৪ য়
৩ য়
৭. কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
পুনে
কলকাতা
কটক
নাগপুর✅
৮. Tiger Capital of India কাকে বলা হয় ?
যোধপুর
নাগপুর ✅
তিরুপুর
কেরলা
৯. ভারতের কোন উপকূল অধিক ভগ্ন ?
মালাবার
করমন্ডল
কোঙ্কাণ ✅
সব-কটি
১০. ভারতের কোথায় "মাশরুম রক" পাওয়া যায় ?
পূর্বঘাট
পশ্চিমঘাট
থর মরুভূমি✅
সাতপুরা পর্বত
১১. কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয় ?
১৯৪৭
১৯৪৮ ✅
১৯৪৯
১৯৫০
১২. ভারতের প্রত্যেক ক্যাবিনেট কমিটির সভাপতি হলেন ?
প্রধানমন্ত্রী ✅
রাষ্ট্রপতি
স্পিকার
উপরাষ্ট্রপতি
১৩. রাষ্ট্রপতি হওয়ার জন্য নূন্যতম বয়স কত ?
২৫ বছর
৩০ বছর
৩৫ বছর✅
নির্দিষ্ট নেই
১৪ . ওয়াটার পোলো খেলায় প্রতিটি দলে কত জন থাকে ?
৬ জন
৭ জন ✅
১৫ জন
১১ জন
১৫. অস্কার বা অ্যাকাডেমি পুরষ্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?
১৯২৯✅
১৯১৯
১৯৩৯
১৯৪৯
১৬.জাতীয় গণিত দিবস কবে পালিত হয় ?
২২ ডিসেম্বর ✅
২২ সেপ্টেম্বর
২২ আগস্ট
২২ মার্চ
১৭. Immortal India বইটি কার লেখা ?
ভিক্টর মোর
পাবলো নেরুদা
অমিতাভ বচ্চন
অমিশ ত্রিপাঠী ✅
১৮. VDU এর পুরো নাম ?
Very Disk Unit
Visual Disk Unit
Visual Display Unit ✅
View Display Unit
১৯. কলকাতায় প্রথম দূরদর্শন চালু হয় কবে ?
২০ জুন ১৯৬৯
১৫ এপ্রিল ১৯৭০
২৬ জুলাই ১৯৭৪
৯ আগস্ট ১৯৭৫ ✅
২০. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন ?
পি সি যোশি
আচার্য নরেন্দ্র
বি আর আম্বেদকর
সুভাষচন্দ্র বসু ✅
২১. ওস্তাদ আমজাদ আলি খাঁ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ?
সন্তুর
সরোদ✅
বেহালা
তবলা
২২. ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ এর অন্তরঙ্গ বান্ধবী তথা সহচরীর নাম-
মান্দারবাঈ ✅
বেগম হজরতমহল
চাঁদবিবি
চাঁদনী
২৩. গান্ধীজি কার সঙ্গে ১৯৩২ সালে পুণা চুক্তি স্বাক্ষর করে ?
লর্ড আরউইন
আম্বেদকর✅
মুসলিম লীগ
কোনটিয় নয়
২৪. কোন পত্রিকার সম্পাদক ছিলেন রামমোহন রায় ?
সংবাদ প্রভাকর
সংবাদ কৌমুদী ✅
হিন্দু পেট্রিয়ট
কোনটিয় নয়
২৫. কে বিধবা বিবাহ আইন পাস করেন ?
লর্ড ডালহৌসি ✅
লর্ড ক্যানিং
লর্ড আরউইন
কোনটিয় নয়
২৬. ১৮৫৭ সালে মহাবিদ্রোহের পতাকা প্রথম উত্তোলন করেন-
মঙ্গল পান্ডে✅
তাঁতিয়া টোপি
নানা সাহেব
কুনওয়ার সিং
২৭. কোন পেশোয়া প্রথম দিল্লতে আক্রমনের চেষ্টা করেন-
বালাজি বাজিরাও
দ্বিতীয় মাধব রাও
প্রথম বাজিরাও ✅
কোনটিয় নয়
২৮. হুমায়ননামা কার রচনা ?
হুমায়ুন
আকবর
আবুল ফজল
গুলবদন বেগম ✅
২৯. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
মাস্কট শাহ
হুসেন শাহ
ইলিয়াস শাহ
গিয়াসউদ্দিন মামুদ শাহ ✅
৩০. এলাহাবাদ দূর্গ কে নির্মাণ করেণ ?
আকবর ✅
বাবর
শাহজাহান
ঔরঙ্গজেব
৩১. নিচের কোনটির গলনাঙ্ক ও হওমাঙ্ক নেই ?
লোহা
মোম ✅
বিসমাথ
অ্যান্টিমণি
৩২. নীচের কোনটি একটি ভেক্টর রাশি ?
শক্তি
কার্য
ঘনত্ব
টর্ক ✅
৩৩. কুরি কীসের একক ?
চৌম্বক আবেশ
চৌম্বক প্রাবল
তেজস্ক্রিয়তা ✅
আলোক শক্তি
৩৪. প্রেসারে দ্রুত রান্না হয় কারন তা-
স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে ✅
স্ফুটনাঙ্ক হ্রাস করে
গলনাঙ্ক বৃদ্ধি করে
গলনাঙ্ক হ্রাস করে
৩৫. গ্যাস-লাইটারে নীচের কোনটি ব্যবহৃত হয় ?
ডলোমাইট
ফসফরাস
মিশ্চমেটাল ✅
প্রোঅ্যাক্টিনিয়াম
৩৬. Miss India USA 2022 শিরোপ জিতলেন-
আর্যা ওয়ালভেকার ✅
আর্যা স্বামিনাথ
তানিসা প্রামানিক
মেঘনা মালিক
৩৭. Commonwealth Games এ ভারত মোট কটি সোনার পদক জিতলো -
২২✅
১৬
২৩
৬১
৩৮. কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন -
Antonio Valencia
Gustavo Petro ✅
Chevalier orga
কোনটিয় নয়
৩৯. dPal rNgam Duston অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন ?
নরেন্দ্র মোদি
বিশ্বনাথ আনন্দ
দালাই লামা ✅
ভি. প্রণব
40. ভারতের ৭৫ তম দাবা গ্রান্ড মাস্টার হলেন -
ভি. প্রণব✅
বিশ্বনাথ আনন্দ
কন্নন সুন্দরম
ইন্দারজির
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।