Railway Group D Last 20 Month Current Affairs in Bengali
Monthly Current Affairs February 2021: CLICK HERE
১. National Safety Day 2021 থিম কি ছিল ?
উত্তরঃ সড়ক সুরক্ষা (৪ঠা মার্চ)
২. বিশ্ব কিডনী দিবস ২০২১ থিম ছিল ?
উত্তরঃ Living Well with Kidney Disease (১১ মার্চ)
৩. Sansad TV এর CEO নিযুক্ত হলেন ?
উত্তরঃ রবি কাপুর
৪. আমেরিকার অ্যটর্নী জেনারেল হলেন-
উত্তরঃ Merrick Garland
৫. নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ?
উত্তরঃ Mark Rutte
৬. UIDAI এর CEO হলেন -
উত্তরঃ সৌরভ গর্গ
৭. তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন -
উত্তরঃ সামিয়া সুলুহু হাসান
৮. বিহারী পুরষ্কার ২০২০ পেয়েছেন ?
উত্তরঃ মোহনকৃষ্ণ বোহারা
৯. Ibrahim Prize 2021 পেলেন -
উত্তরঃ Mahamadou Issoufou
১০. 2020 সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন-
উত্তরঃ মণিশঙ্কর মুখোপাধ্যায় (একা একা একাশি বইয়ের জন্য)
১১. Baton of Honour 2021 পেলেন-
উত্তরঃ কিরণ বেদী
১২. গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেলেন -
উত্তরঃ Chadwick Boseman
১৩.Global Women of Excellence Award 2021 পেলেন-
উত্তরঃ তমিলিসাই সৌন্দরাজন
১৪. ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন -
উত্তরঃ অভিনেতাঃ- মনোজ বাজপেয়ী // অভিনেত্রীঃ- কঙ্গনা রানাউত
১৫. গান্ধী পিস প্রাইজ ২০২০ পেলেন-
উত্তরঃ মুজিবর রহমান
১৬. মহারাষ্ট্র ভূষণ সম্মান পেলেন-
উত্তরঃ আশা ভোঁসলে
১৭. ব্যাস সম্মান ২০২০ পেলেন-
উত্তরঃ শরদ পাগারে ( patliputra ki samragi)
১৮. ফোর্বসের দ্বারা Leadership Award 2020-21 সম্মানিত হলেন-
উত্তরঃ সোনু সুদ
১৯. Ease of Living Index 2020 শীর্ষে স্থানে আছে-
উত্তরঃ বেঙ্গালুরু
২০. Economic Freedom Index 2021 ভারতের স্থান-
উত্তরঃ ১২১
২১. World Happiness Report 2021 তে ভারতের স্থান-
উত্তরঃ ১৩৯
২২. ICC Player of the month Award February 2021 পেলেন-
উত্তরঃ পুরুষ-রবিচন্দ্রন অশ্বিন//মহিলা-Tammy Beaumont
২৩. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হলেন-
উত্তরঃ Thomas Bach
২৪. ISL League winners shield জিতলো-
উত্তরঃ Mumbai City FC
২৫. Para shooting world cup 2021 এ ভারতের হয়ে সোনা জিতলো-
উত্তরঃ সিংহরাজ
২৬. AFC Women’s Asian Cup হোস্ট করলো-
উত্তরঃ ভারত
২৭. ICC Women's World Cup 2022 এর জন্য অফিসিয়াল গান হলো-
উত্তরঃ Girl Gang
২৮. T20 Road Safety World Series জিতলো-
উত্তরঃ ভারত
২৯. ISSF World Cup 2021 ৫০ মিটার রাইফেল ইভেন্টে সোনা জিতলো-
উত্তরঃ Aishwary Pratap Singh Tomar
৩০. বিজয় হাজরা ট্রফি ২০২১ জিতলো-
উত্তরঃ মুম্বাই
৩১. Name of the women শিরোনামে বই লিখলেন-
উত্তরঃ জিৎ থায়ইল
৩২. ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরী হবে -
উত্তরঃ মুম্বাইয়ে
৩৩. পোঙ্গাল উৎসব আয়োজিত হলো-
উত্তরঃ কেরালায়
৩৪. সম্প্রতি প্রায়াত মৌদুদ আহমেদ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন -
উত্তরঃ বাংলাদেশ
৩৫. ২০২৩ সালেকে International Year of Millets হিসাবে ঘোষণা করলো-
উত্তরঃ UNGA
৩৬. বিশ্বের প্রথম হংসচঞ্চু অভয়ারণ্য তৈরী করছে-
উত্তরঃ অস্ট্রেলিয়া
৩৭. দেশের সমস্ত রেলওয়ে নেটওয়ার্কের সম্পূর্ণ বৈদ্যুতিকরণ ঘটবে-
উত্তরঃ ২০২৩
৩৮. লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি চ্যানেল একত্রিত হয়ে নতুন নাম হলো-
উত্তরঃ সংসদ টিভি
৩৯. ভারতের প্রথম ওয়ার্ল্ড স্কিল সেন্টার এর উদ্বোধন করা হলো-
উত্তরঃ উড়িষ্যার ভুবনেশ্বরে
৪০. ড্রোন রিসার্চ সেন্টার চালু হলো-
উত্তরঃ IIT Roorkee
৪১. বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার Fugaku তৈরি করলো-
উত্তরঃ জাপান
৪২. NCC তে রুপান্তরকামী সম্প্রদায়কে অংশ গ্রহনের অনুৃমোদন করলো-
উত্তরঃ কেরলা হাইকোর্ট
৪৩. সম্প্রতি Banana Festival অনুষ্ঠিত হলো-
উত্তরঃ উত্তরপ্রদেশের কুশিনগর
৪৪. Shaheen-1A নামে ব্যালিস্টিক মিসাইলের সফল টেস্ট ফায়ার করলো-
উত্তরঃ পাকিস্তান
৪৫. যোগী আদিত্যনাথ কোন শহরে "শহীদ আশফাক উল্লা খান জ্যুলজিকাল পার্ক" উদ্বোধন করলো-
উত্তরঃ গোরাখপুর
৪৬. নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে কোন এক্সপ্রেস এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?
উত্তরঃ মিতালী এক্সপ্রেস
৪৭. সম্প্রতি অগ্ন্যুৎপাত ঘটালো ইন্দোনেশিয়ার কোন আগ্নেয়গিরিতে ?
উত্তরঃ Mount Merapi
৪৮. নন্দিনী রিভার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো-
উত্তরঃ ম্যাঙ্গালোরে
৪৯. বিশ্বের প্রথম "শীপ টানেল" তৈরী হতে চলেছে -
উত্তরঃ নরওয়েতে
৫০. Hero Indian Women's League 2020-21 হোস্ট করবে-
উত্তরঃ উড়িষ্যা
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।