রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার স্পেশাল কারেন্ট অ্যাফিয়ার্স পার্ট ১

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য বিগত ২০ মাসের ক্যারেন্ট অ্যাফিয়ার্স প্রশ্ন পার্ট ১


[ আগস্ট প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফিয়ার্সঃ CLICK HERE ] 

১. ২০২১ সালে নেতাজীর কত তম জন্মদিন পালন করা হয়েছে ?


উত্তরঃ ১২৫ তম (২৩ জানুয়ারি) 


২. SKOCH Challenge Award 2021 দ্বারা সম্মানিত হলেন - 


উত্তরঃ অর্জুন মুন্ডা 


৩. National Best Electoral Practices Award 2020 জিতেছে ?


উত্তরঃ মেঘালয়  



৪. ভারত গৌরব অ্যাওয়ার্স ২০২০ পেয়েছেন - 


উত্তরঃ করুণা সাগর   


৫. তানসেন সম্মান ২০২১ পেয়েছেন- 


উত্তরঃ সতীশ ব্যাস 



৬. ফ্রান্স কাকে Order National Du Merite সম্মানে ভূষিত করেছে ?


উত্তরঃ Rohini Godbole  



৭. কোন দেশ মনোজ মুকুন্দ নারাভানেকে Guard of Honour সম্মানে ভূষিত করলেন - 


উত্তরঃ দক্ষিণ কোরিয়া 



৮. Nalson Mandela World Humanitarian Award 2021 পেলেন- 


উত্তরঃ রবি গাইকওয়ার ( সমাজসেবী ) 



৯. Gazprom Blliancy Prize 2021 জিতেছে- 


উত্তরঃ নিহাল সারিন ( দাবা খেলোয়াড়)       



১০. Henley Passport Index 2021 এ ভারতের স্থান - 


উত্তরঃ ৮৫ তম  



১১. জো বাইডেন আমেরিকার কত তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছে ? 


উত্তরঃ ৪৬ তম 



১২. Dhaka Marathon 2021 এ চতুর্থ স্থান অধিকার করলো ভারতের - 


উত্তরঃ Jigmet Dolma 


১৩. দীর্ঘ কত বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি জিতলো ভারত ? 


উত্তরঃ ৩২ ( অস্ট্রেলিয়া কে পরাজিত করে)        



১৪. Global Climate Risk Index 2022 এ ভারতের স্থান- 


উত্তরঃ সপ্তম 



১৫. 2020 Eminent Engineer Award পেলেন- 


উত্তরঃ বিনোদ কুমার যাদব   



১৬. প্রধানমন্ত্রী রাষ্টীয় বাল পুরস্কার ২০২১ কত জন শিশুকে দেওয়া হলো-


উত্তরঃ ৩২ জন  


১৭. ভারতের ৬৭ তম দাবা গ্রান্ড মাস্টার হলেন- 


উত্তরঃ Leon Mendonca 


১৮. The Population Myth শিরোনামে বই লিখলেন- 


উত্তরঃ S.Y Quraishi



১৯. সায়েদ মুস্তাক আলী ট্রফি ২০২০-২১ অনুষ্ঠিত হয়েছে ? 


উত্তরঃ আহমেদাবাদে


২০. Climate Adaptation Summit 2021 হোস্ট করেছে ? 


উত্তরঃ নেদারল্যান্ডস   


২১. শিশুদের জন্য বোট লাইব্রেরি লঞ্চ করলো-


উত্তরঃ কলকাতা   



২২. ড্রাগন ফলের নাম পরিবর্তন করে কি রাখালো গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ?


উত্তরঃ কমলম বা পদ্মফল 


২৩. ভারতের প্রথম দেশীয় 9mm Machine Pistol তৈরী করলো- 


উত্তরঃ DRDO 


২৪. ভারতের প্রথম পরাগযোগ পার্ক তৈরি করলো- 


উত্তরঃ উত্তরাখণ্ড 



২৫. সম্প্রতি প্রায়াত উস্তাদ গুলাম মুস্তফা খান ছিলেন -


উত্তরঃ সঙ্গীত শিল্পী 


২৬. Khelo India Winter Games এর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে-


উত্তরঃ গুলমার্গে 


২৭. এস্তোনিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন- 


উত্তরঃ কাজা কালাস 


২৮. Kayakalp Award এই নিয়ে তৃতীয়বার পেলো- 


উত্তরঃ  AIIMS Bhubaneswar 


২৯. সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার  পেলেন- 


উত্তরঃ ড. রাজেন্দ্রকুৃমার ভান্ডারী     



৩০. Press Club Person of the year Award 2021 পেলেন - 


উত্তরঃ আজিম প্রেমজি 


৩১. Yonex Thailand Open 2021 জিতলেন - 


উত্তরঃ Carolina Marin ( স্প্যানিস ব্যাডমিন্টন খেলোয়াড়) 



৩২. Manohar Parrikar - off the Record নামে বই লিখলেন -


উত্তরঃ শ্রী বামন শুভ প্রভু  


৩৩. Know Your Constitution ক্যাম্পেইন লঞ্চ করলো- 


উত্তরঃ কেন্দ্র সরকার  


৩৪. Women's Asian Cup 2022 হোস্ট করবে ?


উত্তরঃ ভারত   



৩৫. প্রথম বার Ice Climbing Festival অনুষ্ঠিত হলো-


উত্তরঃ লাদাখের লে শহরের নুব্রা উপত্যকায়  


৩৬.  পশ্চিমবঙ্গের নৌ পরিবহন ব্যাবস্থার উন্নতির জন্য কত ঋণ দিলো বিশ্ব ব্যাঙ্ক ? 


উত্তরঃ ১০৫ মিলিয়ান মার্কিন ডলার 


৩৭. Right under our Nose শিরোনামে বই লিখলেন- 


উত্তরঃ রামস্বামী গিরিধরণ      


৩৮. khelo India Zanskar Winter Sport & Youth Festival 2021 শুরু হলো- 


উত্তরঃ লাদাখে 


৩৯. Bloomberg Billionaires Index 2021 এ মুকেশ আম্বানির স্থান- 


উত্তরঃ ১২ [ প্রথম-জেফ বেজোস ] 


৪০. Michael & Shella Held Prize 2021 পেলেন- 


উত্তরঃ নিখিল শ্রীবাস্তব 





৪১. Best Governed Company-র তকমা পেল- 


উত্তরঃ ITC Limited  


৪২. ভারত ও ফ্রান্সের মধ্যে Desert Knight নামে বায়ুসেনা অনুশীলনটি হলো- 


উত্তরঃ রাজস্থানের যোধপুর 


৪৩. "চোখের আলো" প্রকল্প লঞ্চ করলো- 


উত্তরঃ পশ্চিমবঙ্গ সরকার 


৪৪. The Commonwealth of Cricket শিরোনামে বই লিখলেন- 


উত্তরঃ রামচন্দ্র গুহ 


৪৫. আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে Indian Personality of the year অ্যাওয়ার্ড পেলেন-  


উত্তরঃ বিশ্বজিৎ চ্যাটার্জি 


৪৬. One School One IAS স্কিম লঞ্চ করলো- 


উত্তরঃ কেরলার রাজ্যপাল আরিফ মহম্মদ খান 


৪৭. Satark Nagrik নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো- 


উত্তরঃ মনোজ সিনহা 


৪৮. পাবলিক টয়লেটে মহিলাদের জন্য Period Room এর ব্যবস্থা করছে- 


উত্তরঃ মহারাষ্ট্র সরকার  


৪৯. IFFI এর ৫১তম সংস্করণে Country in Focus হিসাবে ঘোষিত হল- 


উত্তরঃ বাংলাদেশ   


৫০. Kanuma উৎসব পালিত হলো কোন রাজ্যে ? 


উত্তরঃ তেলেঙ্গানা  


51. কোন রাজ্যের গুচি মাশরুম GI tag পেলো- 


উত্তরঃ জম্মু কাশ্মির  





৫২. প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত মূকনাট্যে প্রথম পুরস্কার পেল- 


উত্তরঃ উত্তরপ্রদেশ  


53. হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে কি রাখা হলো- 


উত্তরঃ নেতাজি একপ্রেস 


54. শিশু কন্যা দিবস উদযাপন করতে উত্তরাখণ্ডের ১ দিনের জন্য মুখ্যমন্ত্রী হলেন-  


উত্তরঃ সৃষ্টি গোস্বামী 


৫৫. ভারতের প্রথম শ্রমিক মিউজিয়াম তৈরী হচ্ছে - 


উত্তরঃ কেরালার আলাপ্পুঝাতে 


56. রক্ষিতা-নামে মোটরবাইক অ্যাম্বুলেন্স তৈরী করলো- 


উত্তরঃ DRDO  


৫৭. ভারতের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণকারী হলেন - 


উত্তরঃ দিল্লির মনীষ কুমার 


৫৮. কলরব-নামে পাখির উৎসবের উদ্বোধন করলো- 


উত্তরঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 


59. দক্ষিণ দিল্লির অ্যান্ড্রু গঞ্জ স্ট্রিটের নাম পরিবর্তন করে রাখা হলো- 


উত্তরঃ সুশান্ত সিং রাজপুতের নামে


৬০. ভারতের সবচেয়ে বড় মাল্টি-মডেল লজিস্টিক পার্ক তৈরী হতে চলেছে - 


উত্তরঃ গুজরাটে 


৬১. কৃষক আন্দোলন করতে গিয়ে প্রয়াতদের পরিবারের একজনকে সরকারী চাকরীর ঘোষণা করলো- 


উত্তরঃ পাঞ্জাব 


৬২. জয়ললিতা মেমোরিয়াল উদ্বোধন করা হল-


উত্তরঃ তামিলনাড়ুর চেন্নাইয়ে 


৬৩. প্রথমবার "জেল ট্যুরিজম" শুরু করতে চলেছে - 


উত্তরঃ মহারাষ্ট্র সরকার 


৬৪. Best Police Academy এর তকমা পেলো- 


উত্তরঃ রাজস্থান পুলিশ একাডেমি  


৬৫. ভারতের কোন রাজ্যে দীর্ঘতম রোড আর্চ ব্রিজ উদ্বোধন করলো ? 


উত্তরঃ মেঘালয়ে


৬৬. Rocket H3 নামে রকেট লঞ্চ করবে কোন মহাকাশ সংস্থা ? 


উত্তরঃ JAXA (জাপান)


৬৭. Ease of Doing Business Reforms বাস্তবায়নকারী অষ্টম রাজ্য হলো- 


উত্তরঃ কেরলা 


৬৮. Shakti নামে বিশ্বের প্রথম ইউনিভার্সাল বুলেটপ্রুফ জ্যাকেট তৈরী করলো-


উত্তরঃ ইন্ডিয়ান আর্মি মেজর অনুপ মিশ্র 


৬৯. কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কত তম সংস্করণ উদ্বোধন করলো মমতা ব্যানার্জি ?


উত্তরঃ ২৬ তম  


৭০. ২৬ জানুয়ারি ২০২১ প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ছিলেন-


উত্তরঃ সুদানের রাষ্ট্রপতি Chandrikapersad Santokhi 


৭১. সাগর আবেশিকা নামে উপকূল গবেষণা জাহাজের উদ্বোধন করলেন-  


উত্তরঃ কেন্দ্রীয় মন্ত্রী ড. হর্ষ বর্ধন 


৭২. কোন রাজ্য ফিল্ম সিটি স্থাপনের পরিকল্পনা করছে ?


উত্তরঃ হরিয়ানা 


৭৩. ভারতের ভ্যানাডিয়াম উৎপাদনকারী প্রধান রাজ্য হচ্ছে-  


উত্তরঃ অরুণাচল প্রদেশ 


৭৪. Fatah-1 নামে রকেট সিস্টেম সফলভাবে পরীক্ষা করলো- 


উত্তরঃ পাকিস্তান  


৭৫. কেরলার প্রথম রুপান্তরকামী ডাক্তার হলেন- 


উত্তরঃ ডা. ভি.এস.প্রিয়া 


৭৬. ভারতের প্রথম Fire Park তৈরী করা হলো- 


উত্তরঃ উড়িষ্যার ভুবনেশ্বরে


৭৭. পরিযায়ী শ্রমিকদের জন্য "শ্রমশক্তি" পোর্টাল লঞ্চ করলো ? 


উত্তরঃ অর্জুন মুন্ডা  


৭৮. Race With me নামে বই লিখলেন -


উত্তরঃ Andre De Grasse


৭৯. পাখিদের রক্ষা করতে "করুনা অভিযান" লঞ্চ করলো-  


উত্তরঃ গুজরাট  


৮০. ইউনিয়ান বাজেট মোবাইল অ্যাপ লঞ্চ করলেন- 


উত্তরঃ অর্থমন্ত্রী নির্মলা সিথারামন 


৮১. 4th One Planet Summit হোস্ট করলো- 


উত্তরঃ ফ্রান্স 


৮২. mPension নামে মেবাইল অ্যাপ লঞ্চ করলো- 


উত্তরঃ মনিপুর রাজ্য 


৮৩. ভারতের তৈরী FAU -G গেম রিলিজ করা হলো- 


উত্তরঃ ২৬ জানুয়ারি ২০২১ 


৮৪. ২০২১ প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে অংশগ্রহন করেন- 


উত্তরঃ ভাবনা কান্ত  


৮৫. কোন রাজ্যে প্রথম শিশু বান্ধব পুলিশ স্টেশনের উদ্বোধন করলো ত্রিবেন্দ্র সিং রাওয়াত- 


উত্তরঃ উত্তরাখণ্ড  





3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here










 


Post a Comment

Previous Post Next Post