Railway Group D Exam Science Gk in Bengali
[ রেলওয়ে স্পেশাল কারেন্ট অ্যাফিয়ার্স PDF: CLICK HERE ]
১. চাঁদে একটি বস্তুর ওজন,পৃথিবীতে তার ওজনের____ভাগ হবে।
১/৪
১/৫
১/৭
১/৬✅
২. একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয়___।
সর্বনিম্ন
সর্বাধিক
ধ্রুবক✅
নির্দিষ্ট
৩. নীচের কোনটি কার্বন যৌগগুলির কাযকারী মূলক নয় ?
কার্বানিক অ্যাসিড✅
কার্বক্সিলিক অ্যাসিড
অ্যালকোহল
অ্যাল্ডিহাইড
৪. অ্যাভোগাড্রো ধ্রুবক এর মান কি ?
3.145×12^20
6.220×10^23
6.022×10^23 ✅
9.023×10^12
৫. একটি মৌলের ___এর একই রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন হয়।
আইসোটোপ✅
আইসোনিম
অ্যালোট্রোপ
আইসোবার
৬. উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায় -
Cr
Al
Mg ✅
Fe
৭. ট্যাক্সোনমির পিতা হিসাবে কাকে বিবেচ্য করা হয় ?
লিনেয়াস ✅
ম্যান্ডেলব্রট
ডারউইন
আইনস্টাইন
৮. ___লেন্সের ফোকাল দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে চোখের সাহায্য করে।
সিলিয়ারি বডি✅
সম্পূর্ণ আই বল
লেন্স
রেটিনা
৯. 10kg ওজনের একটি বস্তু 2m/s গতিবেগে চলমান।বস্তুটির গতিশক্তি হলঃ
10 J
20 J✅
5 J
40 J
১০. Al2(SO4)3 তে অক্সিজেন শতাংশ কত ?
53.1%
52.6%
57.7%
56.1% ✅
১১. পারমাণবিক ব্যাসার্ধ এতে মাপা হয়ঃ
ন্যানোমিটার ✅
মিলিমিটার
সেন্টিমিটার
মাইক্রোমিটার
১২. ___সবচেয়ে বড় পরমাণু।
Li ✅
F
H
O
১৩. সফ্ট ড্রিংক এ থাকেঃ
অক্সালিক অ্যাসিড
টারটারিক অ্যাসিড
কারবোনিক অ্যাসিড✅
সাইট্রিক অ্যাসিড
১৪ . গভীর ঘন মাধ্যমে বাকানো আলোর রশ্মিকে বলা হয়ঃ
প্রতিফলন
প্রতিসরণ✅
বিনিময়তা
বিচ্ছুরণ
১৫. কপার সালফেট দ্রবণে জিংক যোগ করা হলে___স্থানচ্যুত হয়।
তামা✅
দস্তা
সালফেট
হাইড্রোজেন
১৬.একটি যৌনভিত্তিক বংশবিস্তার ঘটেঃ
নিম্নবর্গীয় প্রাণীদের
নিম্নবর্গীয় প্রাণী এবং উদ্ভিদদের ✅
উদ্ভিদদের
উচ্চবর্গীয় প্রাণীদের
১৭. একটি___তন্ত্র,ত্বকের তলদেশ ও আন্ত অঙ্গের মধ্যবর্তী স্থানে গঠিত হয় ?
এডিপোস✅
এপিথেলিয়াল
নার্ভস
মাসকিউলার
১৮. পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয় ?
টেস্টিস ✅
ভাস ডেফারেন্স
অগুথলি
কোনটিয় নয়
১৯. কোন বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে বলেঃ
জড়তা
শক্তি ✅
চাপ
বল
২০. নীচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি পর্যায় সারণীর পর্যায় ৪-এ অবস্থিত ?
Kr ✅
Rn
Ar
Xe
২১.1kWH = ___জুল।
3.6×10^-8
3.6×10^8
3.6×10^-6
3.6×10^6✅
২২. ____গ্যাস একটি আলোকিত গ্যাস হিসাবে ব্যবহৃত হয়।
প্রোপেন ✅
বুটেন
মিথাইল
ইথাইন
২৩. নীচের কোন কলা দুটি ভাস্কুলার বান্ডিল তৈরি করে ?
স্ক্লেরেনকাইমা এবং ফ্লোয়েম
জাইলেম এবং ফ্লোয়েম✅
স্ক্লেরেনকাইমা এবং জাইলেম
প্যারেনকাইমা এবং কোলেনকাইমা
২৪. একটি ব্যাটারি একটি বাল্ব জ্বালায়। এটিতে ___ রুপান্তরিত হয়।
বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে
রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে ✅
বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে
বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে
২৫. ___উদ্ভিদ হরমোন নয়।
অ্যাড্রিনালিন✅
জিবেরালিন
অক্সিন
অ্যাবসিসিক অ্যাসিড
২৬. 50kg ভরের একটি বস্তু 6m/s সমবেগ নিয়ে চললে বস্তুটির ভরবেগ কত হবে ?
30 kg m/s
30 kgms
300 kg m/s ✅
300 kgms
২৭. নীচের মৌলের মধ্যে কোনটি বিজারক নয় ?
জিঙ্ক
সোডিয়াম
ক্লোরিন ✅
কোক
২৮. কার্য নির্ভর করে না ___ এর উপর।
বল (F)
F & s মধ্যবর্তী কোণ
সরণ (s)
ভরবেগ ✅
২৯. ___খন্ডকরণের মাধ্যমে প্রজনন করে।
প্লানারিয়া
হাইড্রা
ঈস্ট
স্পাইরোগাইরা ✅
৩০. ___দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয়।
পরমাণু
ভর ✅
অণু
ওজন
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।
Thanks for publishing this post.
ReplyDelete