Kp Constable Gk Mock Test 28

Kp Constable Gk Question in Bengali // Important gk question for kp Constable 


১. ভারতের প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন ?

  1. মোরারজি দেশাই✅                                  

  2. জাকির হোসেন                           

  3. ভি ভি সাভারকর                                

  4. সর্বপল্লি রাধাকৃষ্ণণ                                

২. সোয়াই মানসিংহ স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

  1. বিহার

  2. মহারাষ্ট্র                    

  3. পশ্চিমবঙ্গ 

  4. রাজস্থান✅                                                                                     

৩. বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ?

  1. বক্সিং✅                                                     

  2. হকি                                                      

  3. টেবিল টেনিস                                             

  4. প্যারা অ্যাথলেটিক্স                                    

৪. তিনবিঘা করিডর যোগ করেছে - 

  1. ভারত ও পাকিস্তান                                              

  2. ভারত ও ভূটান                                                  

  3. ভারত ও চিন                

  4. ভারত ও বাংলাদেশ   ✅                          

৫. জেমু হিমবাহ কোন রাজ্যে অবস্থিত ?

  1. জম্মু কাশ্মির  

  2. উত্তরাখন্ড                                           

  3. সিকিম  ✅

  4. অরুণাচল প্রদেশ                                      

৬. নাগা পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

  1. দাফাবুম 

  2. সরামতী✅                                     

  3. জাপাফু 

  4. বোতালিং     

৭. কোন অঞ্চল ভারতের খনির ভান্ডার নামে পরিচিত ?

  1. মেঘালয় মালভূমি 

  2. কাশ্মীর মালভূমি                                    

  3. কাথিয়াবাড় মালভূমি                        

  4. ছোটনাগপুর মালভূমি✅                                       

৮. সালাল পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে - 

  1. গঙ্গা                 

  2. কাবেরী                                         

  3. রিহান্দ                                 

  4. চন্দ্রভাগা✅                                                                           

৯. উত্তর ভারতের কোন রাজ্যে বছরে দু বার বৃষ্টিপাত হয় ?

  1. দিল্লি                                           

  2. পাঞ্জাব ✅                                               

  3. জম্মু-কাশ্মীর 

  4. হিমাচল প্রদেশ                                          

১০. তরমুজ জন্মায় __ মাটিতে।

  1. পলি মাটিতে                                   

  2. বেলে মাটিতে ✅         

  3. রেগুর মাটিতে                                      

  4. কোনটিয় নয়                                           

১১. নীচের কোনটির বিহারে অবস্থিত ?

  1. ধুবরান                                  

  2. ট্রাম্বে                    

  3. হলদিয়া                          

  4. বারাউনি✅                                  

১২. কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত ?

  1. চাঁচল 

  2. বিষ্ণুপুর                                                                                               

  3. কাঁথি              

  4. রায়গঞ্জ ✅                                                                                                                

১৩. পুরুলিয়ার সর্বোচ্চ স্থান কোনটি ?

  1. বাঘমুন্ডি                    

  2. গোর্গাবুরু ✅                         

  3. বিহারিনাথ    

  4. বেলপাহাড়                       

১৪ . তপন দিঘি কোথায় অবস্থিত ?

  1. উত্তর দিনাজপুর                         

  2. দক্ষিণ দিনাজপুর   ✅           

  3. মালদহ           

  4. মুর্শিদাবাদ     

১৫. গার্ডেনরিচ কোন শিল্পের জন্য প্রসিদ্ধ ?

  1. জাহাজ নির্মাণ ✅            

  2. লৌহ ইস্পাত                 

  3. তথ্য প্রযুক্তি                    

  4. খাদ্য পরিবহন                    

১৬. অহিরন ঝিল কোথায় অবস্থিত ?

  1. কলকাতা 

  2. বীরভূম  

  3. মুর্শিদাবাদ  ✅                     

  4. জলপাইগুড়ি                                             

১৭. দামোদর উপত্যকা পরিকল্পনা কবে শুরু হয় ?

  1. ৮ আগস্ট ১৯৫৪  

  2. ৭ জানুয়ারি ১৯৫৬                         

  3. ৭ জুলাই ১৯৪৮  ✅ 

  4. ৫ আগস্ট ২০০১                    

১৮. স্থানীয় ভাষায় মহোন জো দারো শব্দের অর্থ হল- 

  1. জীবিতদের স্তুূপ                              

  2. মহানদের স্তূপ                                     

  3. মৃতদের স্তূপ  ✅

  4. কোনটিয় নয়   

১৯. অশোক কার বংশধর ছিলেন ?

  1. বিম্বিসার 

  2. বিন্দুসার   ✅   

  3. হর্ষবর্ধন                

  4. স্কন্দগুপ্ত                           

২০. গাথা সপ্তশতী কোন ভাষায় লেখা ?

  1. প্রাকৃত    ✅                        

  2. পালি                          

  3. সংস্কৃত                   

  4. হিন্দি                                  

২১. বাদামির চালুক্যদের সাম্রাজ্য ধ্বংস করে ?

  1. চোল          

  2. পল্লব                   

  3. পান্ড্য   

  4. রাষ্ট্রকূট ✅  

২২. পদ্মাবৎ গ্রন্থের লেখক কে ?

  1. জইনুল আবেদিন                   

  2. হুসাং শাহ 

  3. মালিক মহম্মদ জয়সি  ✅                                   

  4. চাঁদ বরদৈ                      

২৩. কোন মুঘল বাদশাহ সতী প্রথা নিষিদ্ধ করেন ?

  1. বাবর                      

  2. আকবর ✅            

  3. হুমায়ুন                  

  4. জাহাঙ্গীর 

২৪. ম্যাঙ্গালোরের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?

  1. ১৭৮৪ ✅ 

  2. ১৭৮২                      

  3. ১৭৮৫                   

  4. ১৭৯০             

২৫. রেগুলেটিং অ্যাক্ট পাস করা হত- 

  1. ১০ বছর অন্তর                                   

  2. ২০ বছর অন্তর ✅                

  3. ৩০ বছর অন্তর                             

  4. কোনটিয় নয়                     

২৬. লর্ড ডালহৌসি ঝাঁসি অধিকার করেন- 

  1. ১৮৫৩       

  2. ১৮৫৪✅

  3. ১৮৪৮

  4. ১৮৫২ 

২৭. ১৮১৭ খ্রি. পটলডাঙা অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছিলেন - 

  1. রাজা রামমোহন রায়      

  2. জোনাথন ডানকান      

  3. ডেভিড হেয়ার ✅     

  4.  দয়ানন্দ সরস্বতী  

২৮. ভারত সভা প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় ছিলেন- 

  1. লর্ড কার্জন 

  2. লর্ড লিটন  ✅

  3. লর্ড ল্যন্সডাউন  

  4. লর্ড ক্যানিং  

২৯. কিল অস্থি কোন প্রাণীতে থাকে ?

  1. ব্যাঙ 

  2. মাছ  

  3. পায়রা ✅

  4. গিনিপিগ       

৩০. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল- 

  1. ভিটামিন A  

  2. ভিটামিন D 

  3. ভিটামিন C   

  4. ভিটামিন K✅

৩১. অক্সিজেন নামকরণ করেন - 

  1. প্রিস্টলি

  2. আরহেনিয়াস  

  3. ল্যাভয়সিয়ের  ✅  

  4. ফ্যারাডে    

৩২. পাচিত খাদ্যের শোষণ হয় -  

  1. পাকস্থলীতে    

  2. ক্ষুদ্রান্ত্রে ✅

  3. বৃহদন্ত্রে

  4. কোলনে      

৩৩. বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো- 

  1. হিলিয়াম 

  2. নিয়ন   

  3. আর্গন ✅ 

  4. জেনন   

৩৪. সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সঙ্গে এক ?

  1. বোলোমিটার 

  2. পাইরোমিটার ✅

  3. গ্রিন হাউস  

  4. গ্যালভানোমিটার 

৩৫. নীচের কোনটি ভেক্টর রাশি ?

  1. ভর     

  2. তাপমাত্রা   

  3. সরণ  ✅     

  4. সময়      

৩৬. যুক্তরাজ্যে ভারতের হাই কমিশনার নিযুক্ত হলেন কে ?

  1. বিক্রম ডরইস্বামী ✅

  2. সাজিথ সিভানন্দন 

  3. প্রবীণ ছাবরা 

  4. ফাহমিজ আজিম       

৩৭.Pulitzer Prize 2022 জিতলেন কে ?

  1. বিক্রম মজুমদার      

  2. সাজিথ সিভানন্দন       

  3. ফাহমিদা আজিম ✅

  4. কোনটিয় নয় 

৩৮. UNESCO Peace Prize 2022 জিতলেন- 

  1. Mark Rutto  

  2. Antonio Valencia 

  3. Angela Merkel ✅

  4. William Hayes 

৩৯. ৩১ তম ব্যাস সম্মান পেলেন- 

  1. আসঘার বাজহাট✅

  2. কে ভি সুব্রমনিয়াম 

  3. সমীর ভি কামাত 

  4. মমতা বন্দ্যোপাধ্যায় 

40. Miss Diva Universe 2022 শিরোপ জিতলেন- 

  1. দিবিতা রাই✅ 

  2. হানরাজ সাঁধু  

  3. প্রিয়া গয়েঙ্কা 

  4. অলগা তোরম  










3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post